ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

সীমানা পেরিয়ে শততম মঞ্চায়নে শব্দ নাট্যোৎসব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, জুন ১, ২০১৬
সীমানা পেরিয়ে শততম মঞ্চায়নে শব্দ নাট্যোৎসব দৃশ্য : ‘ঠিকানা’

নাট্য সংগঠন শব্দ নাট্যচর্চা কেন্দ্র ১৯৯৫ সাল থেকে নিরলসভাবে নাট্যচর্চা করে আসছে। দীর্ঘ ২০ বছরে দলটি ২২টি নাট্য প্রযোজনার প্রায় ৬০০টি সফল প্রদর্শনী করেছে।

এর মধ্যে গত পাঁচ বছরে পশ্চিমবঙ্গে শব্দ নাট্যচর্চা কেন্দ্র ভারত ও বাংলাদেশের নাট্যকারদের রচিত ছয়টি নাটকের ৯৯টি নাট্য প্রদর্শনী করেছে।  

পশ্চিমবঙ্গে মঞ্চস্থ নাটকগুলো হলো- ‘রাইফেল’, ‘ইনর্ফমার’, ‘ঠিকানা’, ‘বীরাঙ্গনার বয়ান’, ‘যামিনীর শেষ সংলাপ’ ও ‘তৃতীয় একজন’। পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগণা, দক্ষিণ চব্বিশ পরগণা, বর্ধমান, নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলী, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কুচবিহারসহ মোট ১৪টি জেলায় ৬৯টি সংগঠনের নাট্য আয়োজনে শব্দ নাট্যচর্চা কেন্দ্র অংশগ্রহণ করেছে।  

শব্দ নাট্যচর্চা কেন্দ্র তাদের শততম প্রদর্শনীকে স্মরণীয় করে রাখতে নিজেদের আয়োজনে আগামী ১৭ ও ১৮ জুন কলকাতায় কালীঘাটের তপন থিয়েটারে ‘সীমানা পেরিয়ে শততম মঞ্চায়নে শব্দ নাট্যোৎসব ২০১৬’ শীর্ষক দুই দিনের নাট্যোৎসব আয়োজন করেছে। এর উদ্বোধন করবেন কলকাতার নাট্যজন ব্রাত্য বসু। প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী।  

শব্দ নাট্যচর্চা কেন্দ্রের দলীয় প্রধান খোরশেদুল আলম জানান, নাট্যোৎসবে বাংলাদেশ ও ভারতের শতাধিক নাট্যব্যক্তিত্ব উপস্থিত থাকবেন। আগামী ১৭ জুন বিকেল ৫টায় উদ্বোধন এবং নাট্যদল ও নাট্যপত্রিকার সম্পাদকদের সম্মাননা প্রদান করা হবে। এরপর মঞ্চায়ন হবে নাটক ‘ইনফরমার’, ‘বীরাঙ্গনার বয়ান’ ও ‘ঠিকানা’।  

পরদিন ১৮ জুন বিকেল ৫টায় নাটক বিষয়ক আলোচনা ও বিশিষ্ট্য নাট্যব্যক্তিত্বদের সম্মাননা এবং ধারাবাহিকভাবে প্রদর্শিত হবে নাটক ‘তৃতীয় একজন’, ‘যামিনীর শেষ সংলাপ’ ও ‘রাইফেল’।  

বাংলাদেশ সময় : ২০০৪ ঘণ্টা, জুন ০১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।