ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

শো স্টপার নিপুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, জুন ২, ২০১৬
শো স্টপার নিপুন নিপুন, ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিপুন এখন বন্দরনগরীতে। দিনটি তার জন্য অন্যরকম।

সন্ধ্যায় (২ জুন) র‌্যাম্প মডেল নিপুনকে দেখতে পাবেন চট্টগ্রামের দর্শক। এ নিয়ে বেশ আনন্দিত নায়িকা।  

বাংলানিউজের সঙ্গে আলাপে নিপুন বলেন, ‘প্রায় এক বছর পর র‌্যাম্পে হাঁটছি। আমি শো স্টপার হিসেবে মঞ্চে উঠবো। ’

তিনি জানান, এস আলম গ্রুপের নতুন শোরুম চালু হচ্ছে চট্টগ্রাম শহরে। এ উপলক্ষে রেডিসন হোটেল ব্লুর বল রুমে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন পরিবেশনায় অংশ নিচ্ছেন দেশের জনপ্রিয় তারকারা। নিপুন ছাড়াও থাকছেন জেমস, নিরব, আমব্রিন, কর্নিয়া প্রমুখ।  

এদিকে নিপুন ১ জুন ঈদের একটি নাটকের শুটিং শেষ করেছেন। এখন পর্যন্ত এটিই ঈদের একমাত্র কাজ। চ্যানেল আইয়ের জন্য ‘ঘ্রাণবাবা’ নামের নাটকটি তৈরি করেছেন সাজ্জাদ সুমন। এতে নিপুনের বিপরীতে দেখা যাবে নিশোকে।  

নিপুন নাটকটি নিয়ে বিস্তারিত কিছু জানাননি। বলেছেন, ‘এটি বেশ মজার একটি নাটক। আমার চরিত্রটিও অন্যরকম। ’

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, জুন ০২, ২০১৬
এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।