ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

চিত্রনাট্য প্রস্তুত, আবার ‘থ্রি ইডিয়টস’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, জুন ২, ২০১৬
চিত্রনাট্য প্রস্তুত, আবার ‘থ্রি ইডিয়টস’

‘থ্রি ইডিয়টস’ ও ‘পিকে’র বিস্ময়কর সাফল্যের পর আবারও হাত মেলাচ্ছেন বলিউড সুপারস্টার আমির খান ও পরিচালক রাজকুমার হিরানি। এবার তারা কাজ করবেন ‘থ্রি ইডিয়টস’ ছবির সিক্যুয়েলে।

এরই মধ্যে নতুন ছবির চিত্রনাট্য লিখে ফেলেছেন রাজকুমার হিরানি ও অভিজাত জোশি। কিছুদিন আগে আগের ছবির অভিনেতা শারমান জোশিও নতুন পর্বের পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করে নিজের অভিনয়ের সম্ভাবনার কথাও বলেন।

রণবীর কাপুরকে নিয়ে সঞ্জয় দত্তের জীবন নির্ভর ছবির দৃশ্যধারণ শেষে নতুন ‘থ্রি ইডিয়টস’-এর কাজে নেমে পড়বেন রাজকুমার হিরানি।

২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘থ্রি ইডিয়টস’ ছবিতে আরও অভিনয় করেন মাধবন, কারিনা কাপুর খান ও বোমান ইরানি। এটি বলিউডের সর্বকালের সেরা ব্যবসাসফল ছবির মধ্যে অন্যতম।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জুন ০২, ২০১৬
জেএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।