ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

প্রেমিকহারা সুইফট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জুন ২, ২০১৬
প্রেমিকহারা সুইফট টেলর সুইফট ও ক্যালভিন হ্যারিস

আরেক তারকা যুগলের ছাড়াছাড়ি হলো। তারা হলেন মার্কিন গায়িকা টেলর সুইফট ও স্কটিশ ডিজে ক্যালভিন হ্যারিস।

১৫ মাস ধরে তারা চুটিয়ে প্রেম করেছেন।  

কিছুদিন আগে জমকালোভাবে প্রেমের এক বছর পূর্তিও উদযাপন করেছিলেন দু'জনে। অথচ কে জানতো এরই মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবেন তারা! সম্পর্কের পাট চুকিয়ে ফেলেছেন এই তারকা যুগল। পিপল ম্যাগাজিন জানিয়েছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই সম্পর্কের ইতি টেনেছেন ২৬ বছর বয়সী সুইফট ও ৩২ বছর বয়সী ক্যালভিন।  

বন্ধুদের মতে, টেলরকে খুব পছন্দ করেন ক্যালভিন। আগে প্রেম করেছেন এমন কোনও মেয়ের মতোই নন তিনি। সুইফটের যত্নশীল মন ক্যালভিনকে মুগ্ধ করেছিলো। সম্পর্ক ভাঙার পেছনে অন্য কোনো মেয়ের সম্পৃক্ততাও নেই। আসলে বনিবনা না হওয়াই মূল কারণ।  

ওদিকে ন্যাশভিলেতে পরিবারের সঙ্গে সময় কাটছে সুইফটের। ক্যালভিনের আচরণে তিনি পুরোপুরি হতাশ। সম্পর্কটাকে প্রেমিক গুরুত্ব দিচ্ছেন না বলে বুঝতে পারছিলেন টেলর। প্রয়োজনের সময় ওকে কাছে না পাওয়ায় নিঃসঙ্গ আর বিরহ-যাপন করছেন টেইলর।

বাংলাদেশ সময়; ১৬৩৩ ঘণ্টা, জুন ০২, ২০১৬
জেএম/জেএইচ/এসও
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।