ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

অভিনয়ের সঙ্গে গান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, জুন ৩, ২০১৬
অভিনয়ের সঙ্গে গান (বাঁ থেকে) ফজলুর রহমান বাবু, স্বাগতা ও আফরান নিশো

ফজলুর রহমান বাবু ও আফরান নিশো অভিনয়ের মানুষ। ব্যতিক্রমী সব চরিত্রে পর্দায় হাজির হন তারা।

এবার টেলিছবিতে একই সঙ্গে অভিনয় ও গানে পাওয়া যাবে তাদের। পাশাপাশি থাকছে অভিনেত্রী-কণ্ঠশিল্পী স্বাগতার গাওয়া গানও।  

‘কমলা সুন্দরী’ নামের একটি টেলিছবি তৈরি করছেন নির্মাতা সুমন আনোয়ার। আগামী ৮ জুন থেকে মানিকগঞ্জে এর দৃশ্যধারণ শুরু হবে। রোজার ঈদে গাজী টিভিতে প্রচার হবে এটি। এতে একটি প্রচলিত লোকগান গেয়েছেন বাবু। এরই মধ্যে রেকর্ডিং সম্পন্ন হয়েছে।  

‘ভালোবাসার কথা এখন আসে বাতাসে’ শীর্ষক গানটির সংগীতায়োজন করেছেন বিপ্লব বড়ুয়া। একই টেলিছবির জন্য ‘সুন্দরী কমলা নাচে’ গানটি নতুন সংগীতায়োজনে গেয়েছেন স্বাগতা। এটি তৈরি করেছেন তারই ভাই সন্ধি।  

অন্যদিকে অাফরান নিশো কণ্ঠ দেবেন সুমন আনোয়ারের ‘ফুলমতি’ টেলিছবির একটি মৌলিক গানে। এটি সূচনা সংগীত হিসেবে ব্যবহার করা হবে। নাটকটি রোজার ঈদে প্রচার হবে বাংলাভিশনে।  

নির্মাতা সুমন আনোয়ার বলেন, ‘নাটকের গান বলে অবহেলার অবকাশ নেই। খুব যত্নের সঙ্গে গানগুলো তৈরি করছি। আমার কাজ সম্পর্কে যাদের ধারণা আছে, তাদের ভালো লাগবে। ’

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, জুন ০৩, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।