ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

মহড়াতে হেসে গড়াগড়ি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জুন ৩, ২০১৬
মহড়াতে হেসে গড়াগড়ি (বাঁ থেকে) হাসান মাসুদ ও মোশাররফ করিম-ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

উত্তরার ৭ নম্বর সেক্টর। ১৭ নম্বর সড়কের ২০ নম্বর বাড়ির সামনে প্লাস্টিকের মোড়ায় বসে আছেন মোশাররফ করিম ও হাসান মাসুদ।

মোশাররফের সামনে বসে আচমকা কেঁদে দিলেন হাসান মাসুদ! তিনি বলছেন, ‘ভাই এটা আমার কি হইলো? আমার কি এখন উপরে যাওয়ার সময় হইছে?’ মোশাররফ করিম বলছেন, ‘দ্যাখ, তুই কিন্তু বেশি ফাইজলামি করতাসস!’ 

এবার হাসান মাসুদের কান্নার আওয়াজ বেড়ে গেলো- ‘ফাইজলামি করুম ক্যান? আমার বলে কিডনিতে সমস্যা হইছে। কিডনিতে সমস্যা হইলে মানুষ মইরা যায়। তাইলে তো আমিও মইরা যামু!’

দু’জনের কথাগুলা শুনে উৎসুক মানুষ হেসে কুটিকুটি। এতোক্ষণ মোশাররফ ও হাসান মাসুদ একটি নাটকের সংলাপ মহড়া করছিলেন। নাম ‘প্যারা টু’। গত কোরবানির ঈদে প্রচারিত ‘প্যারা’ নাটকের সিক্যুয়েল হিসেবে তৈরি হচ্ছে এটি। এবারেরটিও লিখেছেন ও পরিচালনা করেছেন আরিফ রহমান। এতে আরও অাছেন ফারহানা মিলি, মারজুক রাসেল, তারিক স্বপনসহ  অনেকে।  

পরিচালক আরিফ বাংলানিউজকে জানান, গতবার ‘প্যারা’ ছিলো ছয় পর্বের। এটি জনপ্রিয়তা পাওয়ায় এবার সাত পর্বে সাজানো হচ্ছে ‘প্যারা টু’। এ ধারাবাহিকও প্রচার হবে বেসরকারি চ্যানেল এনটিভিতে। নাটকটির দৃশ্যায়ন শেষ হবে আগামী ৬ জুন।  

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘন্টা, জুন ০৩, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।