ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

কনে দেখতে চট্টগ্রাম যাচ্ছেন জন

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জুন ৩, ২০১৬
কনে দেখতে চট্টগ্রাম যাচ্ছেন জন (বাঁ থেকে) মিথিলা, নাবিলা ও জন

চট্টগ্রাম যাচ্ছেন গায়ক-অভিনেতা জন কবির। উদ্দেশ্য কনে দেখা।

বিয়ে তিনি করতে চাননি। কারণ জীবনে অনেক ছ্যাঁকা খাওয়ার অভিজ্ঞতা হয়েছে। কিন্তু বোনের প্যানাপ্যানিতে আর পেরে উঠলেন না। তবে বাস্তব জীবনের জন্য নয়, নাটকের প্রয়োজনে। নাম ‘অ্যা জার্নি টু চিটাগং’।  

শুক্রবার (৩ জুন) রাজধানীর মিরপুরে নাটকটির দৃশ্যায়ন শুরু হয়েছে। গল্পের প্রয়োজনে শনিবার চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবেন জন। সেখানে তার সামনে কনে হিসেবে হাজির হবেন মিথিলা ও নাবিলা ইসলাম।  এ ছাড়াও আছেন সৈয়দ জামান শাওন।

সাত পর্বের ধারাবাহিকটি লিখেছেন ও পরিচালনা করছেন মাবরুর রশিদ বান্নাহ। তিনি বললেন, ‘এই গল্প অনেকের জীবনের সঙ্গে মিলে যেতে পারে। পরিবারের চাপে পড়ে বিয়েতে রাজি হওয়া ও আয়োজন করে কনে দেখার ঘটনা আমাদের চারপাশে চেনা চিত্র। ’

মাবরুর রশিদ বান্নাহর পরিচালনায় জন ও মিথিলা ‘আফটার ম্যারেজ’ নামের আরেকটি নাটকে অভিনয় করেছেন। নতুন বিয়ের পর স্বামী-স্ত্রীর সম্পর্কের গল্প নিয়ে এই নাটক। দুটোই প্রচার হবে এবারের রোজার ঈদে। ‘আফটার ম্যারেজ’ যাবে আরটিভিতে, ‘অ্যা জার্নি টু চিটাগং’ দেখানো হবে এশিয়ান টিভিতে।  

বাংলাদেশ সময় : ১৫৫৭ ঘণ্টা, জুন ০৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।