ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ন্যানসির গানে শিপন ও সোমা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, জুন ৩, ২০১৬
ন্যানসির গানে শিপন ও সোমা শিপন ও সোমা-ছবি: চন্দন রায় চৌধুরী

নির্ঝর ও ইমরানের গাওয়া ‘আরাধনা’ গানের ভিডিওচিত্রে মডেল হয়েছিলেন শিপন মিত্র, সঙ্গে ছিলেন শবনম ফারিয়া। এরপর কেটে গেছে প্রায় পাঁচ বছর।

এর মধ্যে বড় পর্দায় নাম লিখিয়েছেন শিপন। কাজ করেছেন নাটকেও। দ্বিতীয়বারের মতো মিউজিক ভিডিওতে কাজ করতে যাচ্ছেন তিনি।

এবার শিপনের সঙ্গে জুটি বাঁধছেন মডেল-অভিনেত্রী সোমা। অভিনেতা লিটু আনামের সঙ্গে ফেয়ার অ্যান্ড লাভলীর বিজ্ঞাপনচিত্রে তার অভিনয় এখনও মনে রেখেছে দর্শক।

জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যানসির নতুন অ্যালবাম ‘ভালোবাসো বলেই’-এর শিরোনাম-সংগীতের ভিডিও নির্মাণ করছেন চন্দন রয় চৌধুরী। তার হাত ধরেই এই অঙ্গনে আসা শিপন এতে মডেল হিসেবে থাকছেন।  এর দৃশ্যধারণে অংশ নিতে শনিবার (৪ জুন) তারা যাবেন কক্সবাজারে।

শিপন বাংলানিউজকে বলেন, ‘মাঝখানে দেশের বাইরে থাকায় দর্শকের সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হয়েছিলো আমার। তাদের সঙ্গে সংযোগ তৈরির জন্যই গানের ভিডিওতে আবার কাজ করছি। আর চলচ্চিত্রের কাজও করছি, করে যাবো। ’

ন্যানসির ‘ভালোবাসো বলেই’ গানটি লিখেছেন আহমেদ রিজভী। নাজির মাহমুদের সুরে এতে সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। সাউন্ডটেক থেকে প্রকাশিত ন্যানসির একই অ্যালবামের ‘বৃষ্টিবিহীন’ গানের ভিডিও দর্শকের মন কেড়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুন ০৩, ২০১৬ 
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।