ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

সালমানের সঙ্গে গাইলেন লুলিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, জুন ৪, ২০১৬
সালমানের সঙ্গে গাইলেন লুলিয়া সালমান খান ও লুলিয়া ভানটুর

বলিউড সুপারস্টার সালমান খানের নতুন ছবি ‘সুলতান’-এর প্রথম গান ‘বেবি কো ব্যস পসন্দ হ্যায়’ কয়েকদিন আগে বেরিয়েছে। এর একটি সংস্করণ গেয়েছেন তিনিও।

শুক্রবার (৩ জুন) সেটারই লিংক শেয়ার করেছেন ৫০ বছর বয়সী এই অভিনেতা।

মজার ব্যপার হলো, সল্লুর কথিত প্রেমিকা লুলিয়া ভ‍ানটুরের কণ্ঠও আছে এতে। তাদেরকে সঙ্গত করেছেন গায়িকা ঈশিতা। গত ২ জুন ইউটিউবে প্রকাশিত হয়েছে নতুন সংস্করণটি। এর শিরোনাম ‘বেবি নু ব্যস পসন্দ হ্যায়’।

মূল গানটি গেয়েছেন বিশাল দাড়লানি, শালমালি খোলগাড়ে, ঈশিতা ও বাদশা। কিন্তু সালমানের সংস্করণ মূল গানকে ছাপিয়ে যাবে বলে মনে হচ্ছে। এ গানের কথা লিখেছেন ইরশাদ কামিল, সুর করেছেন বিশাল-শেখর।

আলি আব্বাস জাফর পরিচালিত ‘সুলতান’ মুক্তি পাবে এবার রোজার ঈদে। হরিয়ানার এক কুস্তিগীরের জীবন নিয়ে সাজানো হয়েছে এর চিত্রনাট্য। এতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন আনুশকা শর্মা।

* সালমান-লুলিয়ার গাওয়া ‘বেবি নু ব্যস পসন্দ হ্যায়’ গানের অডিও :

* ‘বেবি কো ব্যস পসন্দ হ্যায়’ গানের ভিডিও : 

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, জুন ০৪, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।