ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

কারিনার সঙ্গে ছবি তুলতে নারাজ শহিদ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, জুন ৪, ২০১৬
কারিনার সঙ্গে ছবি তুলতে নারাজ শহিদ

অভিষেক চৌবে পরিচালিত ‘উড়তা পাঞ্জাব’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন শহিদ কাপুর, কারিনা কাপুর খান, আলিয়া ভাট ও দিলজিৎ দশাঞ্জ। এ ছবির মধ্য দিয়ে দীর্ঘ নয় বছর পর রূপালি পর্দায় জুটিবদ্ধ হয়েছেন প্রাক্তন প্রেমিক-প্রেমিকা শহিদ-কারিনা।

ছবির ট্রেলার উদ্বোধনী অনুষ্ঠানে একে অপরকে এড়িয়ে চলেছিলেন তারা। একসঙ্গে ছবি তুলতেও নারাজ ছিলেন তারা। কারণ, সহশিল্পী ও প্রাক্তন প্রেমিকা কারিনার সঙ্গে ছবি তোলার কোনো ইচ্ছা ছিলো না শহিদের। এমনটা নিজেই স্বীকার করেছেন তিনি। এরপর থেকে এ বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা।

শহিদকে প্রশ্ন করা হলে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের দু’জনের মধ্যে কি বেমানান দেখছেন বলুন? কারণ আমরা একে অপরকে নির্দিষ্টভাবে দেখছি না, এটাই?’ ৩৫ বছর বয়সী এই অভিনেতা আরও বলেন, ‘আমি ও কারিনা যদি একসঙ্গে ছবি তুলি তাহলে আপনারা এ নিয়ে নানা রকম লেখালেখি শুরু করবেন। সুতরাং এই বেশ ভালো আছি। ’  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুন ০৩, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।