ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

নাচ-গানে মাতিয়ে শেষ হলো খুলনা নৃত্য উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, জুন ৪, ২০১৬
নাচ-গানে মাতিয়ে শেষ হলো খুলনা নৃত্য উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: সুর আর নাচের ছন্দে দর্শক মাতিয়ে শেষ হলো তিনদিনব্যাপী ‘খুলনা নৃত্য উৎসব’।  

শনিবার (০৪) রাত সাড়ে ৮টার দিকে খুলনার শহীদ হাদিস পার্কে চতুর্থ বারের মতো আয়োজিত এ উৎসব শেষ হয়।

বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা খুলনা বিভাগীয় কমিটির আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় এ উৎসব অনুষ্ঠিত হয়।  

এর আগে বৃহস্পতিবার (০২ জুন) সকাল ১১টায় প্রধান অতিথি থেকে নৃত্য উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি মিনু হক।

নৃত্য উৎসবের একমাত্র মিডিয়া পার্টনার অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

শেষ দিন সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সংবর্ধনা ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদী সুজা।

বিশেষ অতিথি ছিলেন বাংলার মুখ খুলনার সভাপতি সুলতানা রহমান শিল্পী।

বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক এনামুল হক বাচ্চুর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি নাজমুল আহসান।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী ও গবেষক আমানুল হক। নৃত্যানুষ্ঠানে খুলনা, ঢাকা, সিলেট, যশোর, বগুড়া ও কুষ্টিয়ার শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।

এর আগে সকাল ১০টায় ‘বাংলাদেশের সংস্কৃতি এবং নৃত্য শিল্পীদের আর্থিক নিরাপত্তা ও মূল্যায়ন’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন জ্যেষ্ঠ নৃত্যশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকরা।

তিনদিনের নৃত্যানুষ্ঠানে প্রতিবাদের ভাষা, প্রেম-ভালবাসার ভাষা, রাগ-অনুরাগ, গল্প-ইতিহাসের কথা তুলে ধরেন নৃত্য শিল্পীরা।  

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, জুন ০৪, ২০১৬
এমআরএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।