ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

টেলিসিনে অ্যাওয়ার্ডস জিতলেন জয়া

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, জুন ৫, ২০১৬
টেলিসিনে অ্যাওয়ার্ডস জিতলেন জয়া

সৃজিত মুখার্জি পরিচালিত ‘রাজকাহিনী’ ছবিতে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের অভিনয় প্রশংসিত হয়েছে। এবার পুরস্কারও মিললো।

কলকাতার টেলি সিনে অ্যাওয়ার্ডসে সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি।  শনিবার (৪ জুন) সন্ধ্যায় নজরুল মঞ্চে তাকে এই স্বীকৃতি দেওয়া হয়।  

জয়া জানান, বাংলা ছবি ও বাংলা টিভি অনুষ্ঠানকে স্বীকৃতি জানানোর জন্য এবার ছিলো টেলি সিনে অ্যাওয়ার্ডসের ১৬তম আসর। পশ্চিমবঙ্গ সরকারের আওতাভুক্ত অলাভজনক সংগঠন কলকাতার টেলি সিনে সোসাইটি এই পুরস্কার দিয়ে থাকে। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিলো কালারস বাংলা ইটিভি।  

পুরস্কার গ্রহণের পর মঞ্চের পেছনে জয়ার সঙ্গে তোলা ছবি ফেসবুকে শেয়ার করেছেন কলকাতার অভিনেতা রুদ্রনীল ঘোষ। তিনি পুরস্কৃত হন ‘কাটমুন্ডু’র জন্য। একই ছবির গীতিকার প্রসেনও আছেন তাদের সঙ্গে।

ফেসবুকে জয়াকে অভিনন্দন জানিয়েছেন পরিচালক সৃজিত মুখার্জি। ছবিটিতে বেগম জান চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।  ১৯৪৭ সালে দেশভাগের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ‘রাজকাহিনী’।  

বাংলাদেশ সময় : ১০৫৬ ঘণ্টা, জুন ০৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।