ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

নেইমারকে মেরেই ফেলবেন ভিন ডিজেল!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, জুন ৫, ২০১৬
নেইমারকে মেরেই ফেলবেন ভিন ডিজেল!

ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার এবার হলিউডে নাম লেখাচ্ছেন। হলিউডের অ্যাকশন তারকা ভিন ডিজেলের নতুন ছবি ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’-এ দেখা যাবে তাকে।

ফেসবুক ও ইনস্টাগ্রামে ছবিটির একটি ক্ল্যাপারবোর্ড ধরে আছেন এমন একটি স্থিরচিত্র প্রকাশ করেছেন নেইমার। তিনি বলেছেন, ‘এ ছবিতে অভিনয় করতে পেরে আমি উচ্ছ্বসিত। তবে এখানে কী ধরনের চরিত্রে অভিনয় করছি তা বললে ভিন ডিজেল আমাকে মেরেই ফেলবে!’

শনিবার (৪ জুন) ইনস্টাগ্রামে ভিন ডিজেল একটি ছবি শেয়ার করেছেন। এতে ফেসবুকে নেইমারের সঙ্গে তার লাইভ চ্যাটের একটি স্ক্রিনশটও যুক্ত আছে। প্রথম দিনের দৃশ্যধারণে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে। ৪৮ বছর বয়সী ডিজেল লিখেছেন, “গর্বের সঙ্গে জানাচ্ছি, নেইমার ‘ট্রিপল এক্স’-এর তৃতীয় পর্বের প্রথম দিনের কাজ করেছে। ও পুরোপুরি সাবলীল। ”

এক বিবৃতিতে নেইমার বলেন, ‘সবসময় চলচ্চিত্রে অভিনয় করতে চেয়েছি, ব্যাপারটা কেমন লাগে জানার ইচ্ছা ছিলো। তবে ভাবিনি ভিন ডিজেল, স্যামুয়েল এল.জ্যাকসন ও নিনা ডোবরেবের মতো তরকাদের সঙ্গে অভিনয় করতে পারবো। আমি একই সঙ্গে উতলা ও নার্ভাস। ’

এ ছবিতে আরও অাছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের জানুয়ারিতে।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জুন ০৫, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।