ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

তাহসান স্বেচ্ছাসেবক, মিম চিকিৎসক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, জুন ৫, ২০১৬
তাহসান স্বেচ্ছাসেবক, মিম চিকিৎসক ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিশাল মাঠ। সেখানে বসানো হয়েছে মেডিকেল ক্যাম্পের কয়েকটি তাঁবু।

কয়েকজন ডাক্তার ওষুধপত্র নিয়ে ব্যস্ত। তাদের মধ্যে আছেন বিদ্যা সিনহা মিমও। চিকিৎসকদের অ্যাপ্রনও পরে আছেন তিনি। পাশে বসা তাহসান।

শনিবার (৪ জুন) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ৩০০ ফুট সড়ক সংলগ্ন বাজারের কাছাকাছি এ দৃশ্য দেখা গেলো। এখানে হচ্ছিলো ‘সেই মেয়েটি’ নাটকের কাজ।

এর রচয়িতা ও পরিচালক মিজানুর রহমান আরিয়ান বাংলানিউজকে জানালেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত একটি গ্রামে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে আসেন কয়েকজন চিকিৎসক। মিম তাদেরই একজন। এ ছাড়াও আসেন তাহসানের মতো কয়েকজন স্বেচ্ছাসেবক।  

নাটকটি প্রসঙ্গে মিম বললেন, ‘এবারের ঈদে আমাকে এই একটি নাটকেই দেখা যাবে। দুই বছর পর তাহসান ভাইয়ের সঙ্গে কাজ করলাম। সবই ভালো লাগছে, শুধু গরম আর রোদ ছাড়া!’

‘সেই মেয়েটি’তে আরও অভিনয় করেছেন আনন্দ এবং ৩০০ ফুট সংলগ্ন এলাকাবাসী। আরটিভিতে ঈদের তৃতীয় দিন রাত ১১টায় প্রচার হবে নাটকটি।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুন ০৫, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।