ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

আবার তাহসান-মিথিলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, জুন ৫, ২০১৬
আবার তাহসান-মিথিলা

তারকা দম্পতি তাহসান ও মিথিলা বছরখানেক পর আবার একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন। এবার তাদেরকে দেখা যাবে ‘কথোপকথন’ নামের একটি টেলিছবিতে।

তাহসান বাংলানিউজকে বললেন, ‘এক বছর পর আমি ও মিথিলা একসঙ্গে কাজ করতে যাচ্ছি। কারণ এর কাহিনি ভিন্ন মনে হয়েছে আমাদের কাছে। আরিয়ান দারুণ ভেবেছে গল্পটা। ’

আগামী ১০ থেকে ১৩ জুনের মধ্যে এর দৃশ্যায়ন হওয়ার কথা রয়েছে। এটি লিখেছেন ও পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। এতে তাহসান-মিথিলার পাশাপাশি থাকছেন অপূর্ব ও মৌসুমী হামিদ।

অভিনয় ছাড়াও টেলিছবিটির শিরোনাম-সংগীত গেয়েছেন তাহসান। এবারের রোজার ঈদে জিটিভিতে প্রচার হবে ‘কথোপকথন’।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘন্টা, জুন ০৫, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।