ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

নির্মাতার সঙ্গে কবিকন্যার বিয়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, জুন ৬, ২০১৬
নির্মাতার সঙ্গে কবিকন্যার বিয়ে আশুতোষ সুজন ও মৃত্তিকা গুণ

নির্মাতা আশুতোষ সুজন ও মৃত্তিকা গুণ এক বছর ধরে প্রেম করেছেন। দু'জনে বিয়ের কাজটি সেরেছেন গত মাসে।

এবার হয়ে গেলো তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।

রাজধানীর ধানমন্ডির একটি রেস্তোঁরায় সুজন-মৃত্তিকা দম্পতিকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন কবি নির্মলেন্দু গুণ, কথাশিল্পী আনিসুল হক, কবি অসীম সাহা প্রমুখ।

সুজন জানান, নির্মলেন্দু গুণের কন্যা মৃত্তিকা লেখালেখিসহ বিভিন্ন সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত। পরিচয় বেশ আগে থেকে হলেও দু’জনের মধ্যে মন বিনিময় হয় এক বছর আগে। গত ৭ এপ্রিল পারিবারিকভাবে মালাবদল করেন তারা। আর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে রোববার (৫ জুন)।  

বাংলাদেশ সময় : ১২৪৫ ঘণ্টা, জুন ০৬, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।