ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

বরের গায়ে শেরওয়ানি, সঙ্গে গ্লাভস-ব্যাট-প্যাড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, জুন ৬, ২০১৬
বরের গায়ে শেরওয়ানি, সঙ্গে গ্লাভস-ব্যাট-প্যাড

ইটভাঙা সড়কে শেরওয়ানির সঙ্গে ক্রিকেট ব্যাট আর দু'পায়ে প্যাড পরে রোদচশমায় দাঁড়িয়ে আছেন অভিনেতা ইমন। তার ফেসবুক অ্যাকাউন্টে ছবিটা দেখে কৌতূহল জাগলো।

এরকম সাজে তো সচরাচর ছেলেদের দেখা যায় না।  

মোবাইলে যোগাযোগ করার পর ইমন জানালেন ‘সেলফি’ নামের একটি টেলিছবিতে তাকে এরকম সাজে দেখা যাবে। তা না হয় ঠিক আছে। কিন্তু এ ধরনের সাজ কেনো? এবার ইমন উত্তর দিলেন গল্প জানিয়ে।  

টেলিছবিটিতে ইমনের নায়িকা ইশানা। মেয়েটি ক্রিকেটপ্রেমী। তার বিয়ে ঠিক হয় কবিতাপ্রেমী ছেলের সঙ্গে। হবু কনেকে খুশি করার জন্য ক্রিকেট খেলা শেখে সে। একসময় মেয়েটির চেয়েও ক্রিকেটকে ভালোবেসে ফেলে এই তরুণ। তার এই ক্রিকেটপ্রেম এতোটাই যে, বিয়ের দিনও হাতে ব্যাট নিয়ে হাজির হয় ছেলেটি।

ফেরদৌস হাসান রানার রচনা ও পরিচালনায় টেলিছবিটিতে আরও অভিনয় করেছেন সুমাইয়া শিমু, দিলারা জামান, ডা.এজাজসহ অনেকে। রাজধানীর উত্তরায় রাজ্য শুটিংবাড়িতে টেলিছবিটির দৃশ্যায়ন শুরু হয়েছে রোববার (৫ জুন)। চলবে ৯ জুন পর্যন্ত।

‘সেলফি’ প্রসঙ্গে ইমন বাংলানিউজকে আরও জানান, এটি একটি কমেডি গল্প। টেলিছবিটি রোজার ঈদে এনটিভিতে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জুন ০৬,২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।