ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

নূতন সাজে সোনম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, জুন ৬, ২০১৬
নূতন সাজে সোনম নূতনের মতো এভাবে সেজেছেন সোনম কাপুর

কিংবদন্তি অভিনেত্রী নূতনের প্রতি শ্রদ্ধা জানাতে অভাবনীয় কাজ করলেন সোনম কাপুর। তার মতো বেশভূষায় সাজার সঙ্গে ধ্রুপদী ছবি 'স্বরস্বতীচন্দ্র'তে প্রয়াত এই অভিনেত্রীর বিখ্যাত অঙ্গভঙ্গি দেখিয়ে ছবিও তুলেছেন।

ছবিটিতে একটি বিছানার ওপর একটি চিঠি হাতে আপন মনে ছিলেন নূতন।  

একই রকম পোজ দিয়ে তোলা ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সোনম। ক্যাপশনে তিনি লিখেছেন, 'স্বর্ণযুগে ওয়াহিদাজির (ওয়াহিদা রেহমান) পাশাপাশি আমার প্রিয় অভিনেত্রী নূতন। এটা তার জন্য শ্রদ্ধাঞ্জলি। তার মেধার গুণে যেসব ছবি আজও দর্শকরা মনে রেখেছেন সেগুলো পেয়ে আমি কৃতজ্ঞ। শক্তিশালী নারী চরিত্রের মশাল ধরেছিলেন তিনিই। '

৪ জুন জন্মছিলেন বলিউডের একসময়ের পর্দা কাঁপানো অভিনেত্রী নূতন। বহু বছর হলো তিনি নেই, তবে দর্শকের অন্তরে ঠিকই আছেন। তার ব্যক্তিত্বের আলো আজও জ্বলজ্বলে! 'সীমা', 'সুজাতা', 'বন্দিনী', 'মিলন', 'ম্যায় তুলসি তেরে অঙ্গন কি', 'মেরি জাং' প্রভৃতি ছবিতে তার হৃদয় নিংড়ানো অভিনয় কি ভোলা যায়! 

১৯৩৬ সালের ৪ জুন নূতনের জন্ম। চার দশকের অভিনয় জীবনে ৭০টিরও বেশি ছবিতে দেখা গেছে তাকে। হিন্দি ছবির সবচেয়ে সেরা অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম। ১৯৫০ সালে 'হামারি বেটি' ছবির মাধ্যমে ১৪ বছর বয়সে রূপালি পর্দায় অভিষেক হয়েছিলো তার। 'সীমা'র মাধ্যমে প্রথম বড় সাফল্য পান তিনি। এ ছবির জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর পুরস্কার পান নূতন। ১৯৯১ সালে ক্যানসারে মারা যান তিনি।  

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জুন ০৬, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।