ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

কলকাতার মঞ্চে আলো ছড়াবেন সুদীপ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, জুন ৮, ২০১৬
কলকাতার মঞ্চে আলো ছড়াবেন সুদীপ  সুদীপ চক্রবর্তী

মঞ্চনাটকের সফল নাম সুদীপ চক্রবর্তী। নির্দেশনা ও আলোক পরিকল্পনার কাজ করেন তিনি।

দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে তার সুখ্যাতি। এবার কলকাতার একটি নাটকে আলোক পরিকল্পনার জন্য আমন্ত্রণ পেয়েছেন সুদীপ।  

কলকাতার অনীক থিয়েটারের '(শ)কুন্তলা' নাটকের মঞ্চ ও আলোক পরিকল্পনার জন্য আমন্ত্রণ পেয়েছেন তরুণ এই নাট্যকর্মী। বৃহস্পতিবার (৯ জুন) এক সপ্তাহের জন্য কলকাতায় যাচ্ছেন তিনি। ভারতের কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় অনীক প্রযোজনা করছে '(শ)কুন্তলা'। নাটকটি রচনা ও নির্দেশনা দিচ্ছেন অমল চক্রবর্তী।

মঞ্চ ও আলোক পরিকল্পনা প্রসঙ্গে সুদীপ বলেছেন, ‘বিষয়টিকে দেশের তরুণদের পরিশ্রম ও মেধার স্বীকৃতিই বলবো। নিঃসন্দেহে ভালো লাগছে। ’

সম্প্রতি উইলিয়াম শেকসপিয়রের ৭টি নাটকের অংশ বিশেষ নিয়ে ‘শেকসপিয়র সপ্তক’ শিরোনামে প্রযোজনা নির্দেশনা দিয়েছেন সুদীপ। জুলাইয়ে মঞ্চে আসবে তার নির্দেশনায় পদাতিক নাট্য সংসদ প্রযোজিত ও রুবাইয়াৎ আহমেদ রচিত ‘গহনযাত্রা’।  

এদিকে সুদীপ অক্টোবরে ন্যাশনাল থিয়েটার অব স্কটল্যান্ডের আমন্ত্রণে ডায়াসপোরা বাংলাদেশিদের সঙ্গে 'মেমোরআই' ও ডিসেম্বরে রঙ্গকর্মী কোলকাতার আমন্ত্রণে সেলিম আল দীনের 'স্বর্ণবোয়াল' নির্দেশনা দেবেন।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, জুন ০৮, ২০১৬
এসও
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।