ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

কঙ্গনার সঙ্গে প্রেমের গুজবে চটেছেন রণবীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, জুন ৮, ২০১৬
কঙ্গনার সঙ্গে প্রেমের গুজবে চটেছেন রণবীর রণবীর কাপুর ও কঙ্গনা রনৌত

বলিউড অভিনেতা রণবীর কাপুর ব্যক্তিজীবন নিভৃতে রাখতে চান। এ নিয়ে জনসম্মুখে খুব একটা কথা বলেন না তিনি।

দীর্ঘদিনের প্রেমিকা বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে ছাড়াছাড়ির পর নিজেকে আরও গুটিয়ে রেখেছেন ৩৪ বছর বয়সী এই তারকা।

বেশ কয়েক মাস আগে দিল্লির মেয়ে ভারতী মালহোত্রার সঙ্গে রণবীরের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিলো। এবার বলিউডের আরেক অভিনেত্রী কঙ্গনা রনৌতের সঙ্গে তাকে জড়িয়ে নানা মুখরোচক খবর বের হচ্ছে। #নাউ রণবীর কঙ্গনা হ্যাশট্যাগটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডিং তালিকায় ছিলো। হৃতিক রোশনের সঙ্গে গোপন প্রেম সম্প্রতি ফাঁস হওয়ায় লাইমলাইটে এসেছেন তিনি।

গত কয়েক মাসে ছড়িয়ে যাওয়া ভিত্তিহীন গুজবের কারণে রণবীর মোটামুটি বিরক্ত। প্রায়ই এসব শুনতে আর ভালো লাগে না তার। একটি সূত্র জানিয়েছে, ‘কোত্থেকে এসব গুজবের উৎপত্তি হয় তা ভেবে পান না রণবীর। এগুলোতে চুল পরিমাণ সত্যও নেই। মানুষ সুযোগ পেলে যা-তা করে বসে বলে তিনি হতাশ। তবে এসব গুঞ্জনের ব্যাখ্যা দিতে চান না ঋষি কাপুর-তনয়। রণবীর-কঙ্গনার প্রেমের গুজব মোটেও সত্যি নয়। ’

রণবীর মরক্কোতে অনুরাগ বসুর পরিচালনায় ‘জাগ্গা জাসুস’ ছবির শেষ ধাপের কাজ করেছেন। এখন তারা ব্যস্ত মুম্বাইয়ে। এটি সহ-প্রযোজনাও করেছেন রণবীর। এতে তার বিপরীতে আছেন প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফ। এটি মুক্তি পাবে আগামী আগস্টে। এ ছবির পর রাজকুমার হিরানির পরিচালনায় সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করবেন রণবীর।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, জুন ০৮, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।