ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ব্লকবাস্টার সিনেমাসে ড্যানিয়েল র‌্যাডক্লিফের ছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জুন ৮, ২০১৬
ব্লকবাস্টার সিনেমাসে ড্যানিয়েল র‌্যাডক্লিফের ছবি

জাদুবিদ্যার ছাত্র ‘হ্যারি পটার’ চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া ড্যানিয়েল র‌্যাডক্লিফ আবার জাদুর দুনিয়ায় ফিরছেন। হলিউডের ব্যবসাসফল ছবি ‘নাউ ইউ সি মি’র সিক্যুয়েলে দেখা যাবে তাকে।

 

এফবিআই ও ইন্টারপোলের চোখে ধুলো দিয়ে মঞ্চ পরিবেশনার সময় চার জাদুকরের ব্যাংক ডাকাতির গল্প নিয়ে ২০১৩ সালে মুক্তি পায় ‘নাউ ইউ সি মি’। এবার তৈরি হলো এর দ্বিতীয় পর্ব।  

আগামী ১০ জুন সারাবিশ্বের পাশাপাশি ঢাকার যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে মুক্তি পেতে যাচ্ছে জন এম. চু পরিচালিত ‘নাউ ইউ সি মি-দ্য সেকেন্ড অ্যাক্ট’ নামের ছবিটি। এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় ব্লকবাস্টার সিনেমাসে আয়োজন করা হয়েছে এক বিশেষ প্রিমিয়ার শো।  

এবারের গল্পে দেখা যাবে চার বাজির ঘোড়া আবার জনসম্মুখে আসে। এবার তাদেরকে জোরজবরদস্তি করে অসম্ভব এক চুরির কাজ গছিয়ে দেয় এক মন্দ প্রযুক্তিবিদ। থ্রিলার অ্যাকশন ঘরানার ছবিটিতে এবারও অভিনয় করেছেন মার্ক রাফালো, মর্গান ফ্রিম্যান, জেসি আইজেনবার্গ, ডেভ ফ্রাঙ্কো, মাইকেল কেইন। র‌্যাডক্লিফের পাশাপাশি নতুন যোগ দিয়েছেন লিজি ক্যাপলান, সানা লাথান ও জে চো।  

মাত্র সাড়ে ৭ কোটি ডলার বাজেটে নির্মিত ‘নাউ ইউ সি মি’ আয় করেছিলো প্রায় ৩৫ কোটি মার্কিন ডলার। ব্যবসার এই ধারাবাহিকতা এবারও বজায় থাকবে বলে আশা করা হচ্ছে। এবারের ছবির বাজেট ৯ কোটি ডলার।  

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জুন ০৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।