ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ইসলামি জ্ঞানের রিয়েলিটি শো ‘আলোকিত জ্ঞানী’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, জুন ৮, ২০১৬
ইসলামি জ্ঞানের রিয়েলিটি শো ‘আলোকিত জ্ঞানী’

রমজান উপলক্ষে দেশব্যাপী আয়োজন করা হয়েছে ইসলামি জ্ঞানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রিয়েলিটি শো ‘আলোকিত জ্ঞানী’। গত বছর জনপ্রিয়তা পাওয়ায় এবারও অনুষ্ঠিত হলো এই প্রতিযোগিতাটি।

ইতিমধ্যে সম্পন্ন হয়েছে চলতি বছরের ‘আলোকিত জ্ঞানী’র চ‚ড়ান্ত পর্ব।

প্রায় ৩৫ হাজার প্রতিযোগী থেকে নির্বাচিত হয়েছেন সেরা দশজন। এই দশজনকে দেওয়া হচ্ছে নগদ অর্থ। আর প্রথম তিনজন পাচ্ছেন পবিত্র ওমরা পালনের সুযোগ। পাশাপাশি প্রথম তিনজনকে  যথাক্রমে তিন লাখ, দুই লাখ ও এক লাখ টাকার নগদ অর্থসহ বাছাইকৃত ৩০ জনকে দেওয়া হচ্ছে সাড়ে দশ লাখ টাকার পুরস্কার। প্রতি পর্বে দর্শকদের জন্য থাকছে জ্যাকপট প্রশ্ন এবং গিফট হ্যাম্পার।  

প্রতিযোগিতাটি আয়োজন করেছে রাহবার মাল্টিমিডিয়া লিমিটেড। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও অনুষ্ঠানটির উপস্থাপক হাফেজ মুফতি সাইফুল ইসলাম বলেন, ‘বিনোদনের পাশাপাশি প্রতিযোগিতার মাধ্যমে জ্ঞান বিকাশই আমাদের লক্ষ্য। দেশের সেরা প্রতিযোগীদের উৎসাহ দিয়ে সমাজের প্রতিটি মানুষের ভেতরে ইসলামি জ্ঞান ছড়িয়ে দিতে চাই আমরা। ’

রমজান মাসে প্রতিদিন সন্ধ্যা ৬টায় চ্যানেল নাইনে অনুষ্ঠানটির একটি করে মোট ২৮টি পর্ব প্রচার হচ্ছে। এ ছাড়া রেডিও ধ্বনিতেও রাত ৩টায় প্রচার হয় এটি।  

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, জুন ০৮, ২০১৬
জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।