ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

এক বিজ্ঞাপনের জন্য আট কোটি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, জুন ৯, ২০১৬
এক বিজ্ঞাপনের জন্য আট কোটি!

বলিউড সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে শীর্ষে রয়েছেন দীপিকা পাড়ুকোন। এমনকি খুব কম সময়ে বলিউডে নিজের জায়গা পোক্ত করে নিয়েছেন দীপিকা।

বক্স অফিসেও তার দৌড়াত্ব বেশ এগিয়ে রয়েছে এখনও।  

সম্প্রতি একটি এয়ালাইন কোম্পানীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এই বিজ্ঞাপনের পারিশ্রমিক হিসেবে ৮ কোটি রুপি দাবি করেছেন বলিউডের এই অভিনেত্রী। এর দৃশ্যধারণ চলবে চারদিন। দীপিকা সাধারণত যেকোনো প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ১-৫ কোটি টাকা পারিশ্রমিক নেন।

বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির মধ্যে শুধুমাত্র শাহরুখ খান, আমির খান ও রণবীর কাপুর ব্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলে ৮ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। তবে দীপিকার পারিশ্রমিক এতোটা বেড়ে যাওয়ায় ওই এয়ারলাইন কোম্পানীর কর্তৃপক্ষ ইতোমধ্যেই এই বিষয়ে আলোচনা বন্ধ করেছেন। আনুষ্ঠানিকভাবেও তারা কোনো ঘোষণা দেননি।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, জুন ০৯, ২০১৬
জেএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।