ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

বাবার আদর্শ কন্যা শ্রদ্ধা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, জুন ৯, ২০১৬
বাবার আদর্শ কন্যা শ্রদ্ধা শক্তি কাপুর ও শ্রদ্ধা কাপুর

বলিউডের বর্ষীয়ান অভিনেতা শক্তি কাপুরের কন্যা শ্রদ্ধা কাপুর- এ কথা সকলেরই জানা। এ কারণে অভিনয়ের জন্য ছোটবেলা থেকেই পরিবারের কাছ থেকে উৎসাহ পেয়েছেন শ্রদ্ধা।

সফল অভিনেত্রী হিসেবেও তার সুনাম বাড়ছে। এ প্রসঙ্গে বলা যেতে পারে যে, বাবার আদর্শ কন্যা হয়ে উঠতে পেরেছেন শ্রদ্ধা।  

শ্রদ্ধা বলিউডে যেদিন পা রেখেছেন, তখন থেকেই অভিনয় সম্পর্কে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন তার বাবা অভিনেতা শক্তি কাপুর, ফুফু পদ্মিনী কোলহাপুরে আর তেজস্বিনি কোলহাপুরে। এমনটা নিজের ম‍ুখেই স্বীকার করেছেন শ্রদ্ধা।

সম্প্রতি একটি সাক্ষা‍ৎকারে ‘এক ভিলেন’খ্যাত এই তারকা বলেন, ‘প্রথম ছবিতে কাজ করার শুরুতেই আমার বাবা আমাকে অনেক গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তোমাকে অবশ্যই বুঝে সিদ্ধান্ত নিতে হবে।  কেননা একটি ছবিতে কাজ করতে যেমন সময় লাগে তেমন তাতে কাজ করে শান্তিও পেতে হয়। তুমি যখন কোনো কাজ করবে তাতে তুমি তোমার জীবন খুঁজে পাবে। ’

শ্রদ্ধা আরও বলেন, ‘আমি যখন ‘রক অন’-এর সিক্যুয়েলের শুটিং করছিলাম, আমাকে তখন রাত সাড়ে তিনটায় ঘুম থেকে উঠতে হতো।  যদি আমার কাজের প্রতি ভালোবাসা না থাকতো তাহলে আমি অবশ্যই আমার ঘাম আর রক্ত এক করে কোনো ছবিতেই কাজ করতে পারতাম না। ’

কেমন ছবিতে অভিনয় করতে চান- এ প্রশ্নের উত্তরে ২৭ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘আমি সব ধরনের ছবিতেই কাজ করতে চাই। যে ছবি আমাকে একজন ভালো অভিনেত্রী হিসেবে দর্শকের কাছে জনপ্রিয় করে তুলতে পারবো এমনভাবেই যেকোনো ছবিতে অভিনয় করতে চাই। ’

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জুন ০৯, ২০১৬
জেএম/বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।