ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

বোকাবাক্সে আশিকুর রহমানের ‘প্রিন্সেস’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, জুন ৯, ২০১৬
বোকাবাক্সে আশিকুর রহমানের ‘প্রিন্সেস’

‘গ্যাংস্টার রিটার্নস’, ‘কিস্তিমাত’ ও ‘মুসাফির’ ছবিগুলো পরিচালনা করে আলোচনায় এসেছেন আশিকুর রহমান। এরই মধ্যে প্রকাশ হয়েছে তার পরিচালনায় মিউজিক্যাল ফিল্ম ‘সারাংশে তুমি’।

শাকিব খানকে নিয়ে ‘অগ্নিপথ’ শুরু করবেন অচিরেই। এর আগেই, আসছে ঈদে আশিকের ‘প্রিন্সেস’ হাজির হবে টিভি পর্দায়। দীর্ঘদিন পর নাটক তৈরি করেছেন তরুণ এই চলচ্চিত্র নির্মাতা।

আশিকুর রহমান জানান, প্রায় ৪ বছর পর ছোটপর্দার কাজ করলেন তিনি। প্রস্তাব এলেও নানা কারণে করা হয়ে ওঠেনি। চ্যানেল ২৪-এর প্রস্তাবটি ফেলতে পারেননি। কারণ এখানেই প্রচার হয়েছিলো তার প্রথম টিভি ফিকশন ‘নখ’। দ্বিতীয়টিও তারাই প্রচার করে। এবার ‘প্রিন্সেস’ তৈরি হলো এশিয়ান টিভির জন্য।

নাটক সম্পর্কে আশিক বলেন,  ‘অস্ট্রেলিয়ায় শুট হেলও এটি বাংলাদেশি নাটক। পরিচিত মুখ নেই। কিন্তু অভিনয় করেছেন পরিশ্রমী, ট্যালেন্টেড কিছু শিল্পী। সুন্দর একটি গল্প আছে। অস্ট্রেলিয়ার অসাধারণ কিছু লোকেশন দেখে দর্শকের ভালো লাগবে। ’

ইনসান ইমনের চিত্রনাট্যে ‘প্রিন্সেস’ পরিচালনার পাশাপাশি এতে ক্যামেরাও চালিয়েছেন আশিক। অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দা তাজি, অ্যানি সাবরিন, নেহাল হোসেইন, রহমতউল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুন ০৯, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।