ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

সাবেরী আলমের মিউজিক ভিডিও 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, জুন ৯, ২০১৬
সাবেরী আলমের মিউজিক ভিডিও  সাবেরী আলম

মঞ্চ নাটক দিয়ে শুরু। তারপর বিরতি।

কামব্যাক হয়েছিলো বিজ্ঞাপনচিত্র দিয়ে। এটা প্রায় ১০ বছর আগের কথা। এরপর জনপ্রিয় অনেক নাটকে অভিনয় করেছেন সাবেরী আলম। বহুমাত্রিক চরিত্রে অভিনয় করলেও মায়ের ভূমিকায় তিনি অনবদ্য। মমতাময়ী মায়ের চরিত্রে জনপ্রিয় এই অভিনেত্রীকে পাওয়া গেলো একটি মিউজিক ভিডিওতে।  

‘মালিক’ শিরোনামের একটি গানের ভিডিও তৈরি করেছেন ইমরান কবির হিমেল। এরই ভিডিওতে মডেল হয়েছেন সাবেরী আলম। তার সঙ্গে আছেন তিথি, সানি ও অনিক। ‘মালিক’ প্রকাশ হয়েছে গানচিলের ব্যানারে।  

বুধবার (৮ জুন) ইউটিউবে উন্মুক্ত করা হয়েছে শফি মন্ডলের গাওয়া ‘মালিক’ গানটির ভিডিওচিত্র। আসিফ ইকবালের কথায় এর সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ রাজীব। গানটি নেওয়া হয়েছে শফি মন্ডলের ‘জগৎ খোলা’ অ্যালবাম থেকে।  

* মালিক গানের ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, জুন ০৯, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।