ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ইমরানের সুরে ন্যানসির দ্বৈত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, জুন ৯, ২০১৬
ইমরানের সুরে ন্যানসির দ্বৈত ইমরান ও ন্যানসি

কিছুদিন আগে এসেছে জনপ্রিয় সংগীতশিল্পী ন্যানসির নতুন একক ‘ভালোবাসো বলেই’। স্বল্প বিরতির পর আসছে তার একটি দ্বৈত অ্যালবাম।

গানগুলোর সুর তৈরির পাশাপাশি সংগীতায়োজন করছেন ইমরান।

ঈদ উপলক্ষে প্রকাশ পাবে ন্যানসির এই অ্যালবামটি। এতে শিল্পীর সঙ্গে ইমরান ছাড়াও কণ্ঠ দেবেন এ সময়ের জনপ্রিয় কয়েকজন গায়ক। আয়োজকরা এখনই তাদের নাম বলতে নারাজ।

ন্যানসি বলেন, ‘এই প্রথম আমি এমন কোনো অ্যালবাম করছি যার প্রতিটি গানই হবে দ্বৈত। ৫ টি গানের সহ-শিল্পীও ৫ জন পৃথক কণ্ঠশিল্পী। সুতরাং অ্যালবামটিতে শ্রোতারা বৈচিত্র্য খুঁজে পাবেন বলে বিশ্বাস আমার। ’

ইমরান বলেন, ‘আমি অনেক আগে থেকেই ন্যানসি আপুর কণ্ঠের একজন ভক্ত। তার দ্বৈত অ্যালবামের সবগুলো গানের সুর এবং সংগীত পরিচালনা করছি, বিষয়টা অবশ্যই ভালো লাগার মতো। চেষ্টা করেছি গানগুলোর কথা এবং সুরের ভালো একটি  সমন্বয় করতে। আশাকরছি শ্রোতারা নতুন কিছু পাবেন। ’

৫ টি গান দিয়ে সাজানো হচ্ছে নাম চূড়ান্ত না হওয়া অ্যালবামটি। এতে থাকবে ৫ টি গান। এগুলো লিখেছেন স্নেহাশীষ ঘোষ। অ্যালবামটি বাজারে আনবে সিডি চয়েস।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জুন ০৯, ২০১৬

এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।