ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

দু’জনের স্বল্পদৈর্ঘ্য প্রেম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জুন ৯, ২০১৬
 দু’জনের স্বল্পদৈর্ঘ্য প্রেম নিলয় ও শখ

বড়পর্দায় ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’র দুটি পর্বে অভিনয় করেছেন শাকিব খান ও জয়া আহসান। এবার বোকাবাক্সের জন্য তৈরি হচ্ছে ‘স্বল্পদৈর্ঘ্য প্রেমকাহিনি’।

এতে অভিনয় করছেন তারকা দম্পতি নিলয় ও শখ। আসেছ ঈদে এটি প্রচার হবে।  

স্বল্প পরিসরে নতুন প্রেম কাহিনি নিয়ে প্রথমবারের মতো ছোটপর্দার জন্য নাটক তৈরি করছেন বড়পর্দার ব্যস্ত পরিচালক সাফিউদ্দিন সাফি। তার গল্প ভাবনা থেকে নাটকটি লিখেছেন রুম্মান রশীদ খান। বৃহস্পতিবার (৯ জুন) বনানীতে শুরু হয়েছে ‘স্বল্পদৈর্ঘ্য প্রেমকাহিনি’র শুটিং।

শখ ও নিলয়ের পাশাপাশি এতে আছেন ইরিন আফরোজ, সমাপ্তি মাশুক, সৈয়দ হাসান ইমাম, কাজী উজ্জ্বল, আনন্দ খালেদ প্রমুখ। ‘স্বল্পদৈর্ঘ্য প্রেম কাহিনি’ প্রচার হবে এশিয়ান টেলিভিশনে।

নাটক পরিচালনা প্রসঙ্গে সাফিউদ্দিন সাফি বলেন, ‘অনেকটা অনুরোধেই নাটক তৈরি করছি। বিশেষ উৎসবে আমরা সবাই সিনেমা হলে বা ছোট পর্দায় চোখ রাখি। বড়পর্দায় এবার আমার ছবি নেই। দর্শকদের জন্য নাটকটি আমার উপহার। ’ 

চিত্রনাট্যকার রুম্মান রশীদ খান বলেন, ‘গল্পের মূল ভাবনা পরিচালকের নিজের। আশা করছি, নাটকটি দর্শকদের আকৃষ্ট করতে পারবে। ’  

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জুন ০৯, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।