ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ক্যাটরিনা-আলিয়ার যুদ্ধ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, জুন ৯, ২০১৬
ক্যাটরিনা-আলিয়ার যুদ্ধ ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট

বলিউডে একটা কথা বেশ প্রচলিত রয়েছে যে, তারকারা কখনও বন্ধু হতে পারে না। এ কথার প্রমাণ এর আগেও কয়েকবার পাওয়া গেছে।

এবার আরও একবার এটি প্রমাণিত হলো। কারণ চারদিকে এখন কান পাতলেই না-কি শোনা যাচ্ছে, ক্যাটরিনা কাইফ ও আরিয়া ভাটের যুদ্ধের কথা।

সম্প্রতি জিনিউজের দেওয়া একটি প্রতিবেদে জানা যায়, ক্যাটরিনা ও আলিয়ার সম্পর্ক ভালো যাচ্ছে না। কারণ, কাপুর পরিবারের সঙ্গে আলিয়ার নৈকট্য না-কি মেনে নিতে পারছেন না ক্যাট। এ ছাড়া আলিয়াও তার প্রেমিক সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘এক থা টাইগার’খ্যাত এই তারকার ঘনিষ্ঠতা খুব ভালো চোখে দেখছেন না। এ কারণেই তাদের মধ্যে এই ঠাণ্ডা যুদ্ধের শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, জুন ০৯, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।