ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ঈদে ভালোবাসার শহরে জয়া

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, জুন ১০, ২০১৬
ঈদে ভালোবাসার শহরে জয়া জয়া আহসান-ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ওপার বাংলার একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এর নাম ‘ভালোবাসার শহর’।

তিনি ফেসবুকে জানান, ছবিটির মোশন পোস্টার প্রকাশিত হলো অনলাইনে।  

মোশন পোস্টারে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় লোকজ একটি গান। লিংকটি শেয়ারও করেছেন জয়া। ফেসবুকে পরিচিতজনদের মন্তব্যের উত্তরে তিনি বলেছেন, ‘এটা আমার ভীষণ প্রিয় একটা কাজ। ’

‘ভালোবাসার শহর’ তথা ‘সিটি অব লাভ’ নির্মাণ করেছেন ‘ফড়িং’খ্যাত ইন্দ্রনীল রায়চৌধুরী। তার পরিচালনায় গত বছর জি বাংলা সিনেমায় দেখানো ‘একটি বাঙালি ভূতের গপ্পো’ ছবিতে অভিনয় করেন জয়া।  

‘ভালোবাসার শহর’ ছবিতে আরও আছেন ভারতের বাংলা ছবির প্রশংসিত অভিনেতা ঋত্বিক চক্রবর্তী, অরুন মুখোপাধ্যায় ও সোহিনী সরকার। ইউটিউবে ইউনিফক্স এন্টারটেইনমেন্টের চ্যানেলে ছবিটি আগামী মাসের প্রথম সপ্তাহে
মুক্তি পাবে ঈদ উপলক্ষে।  

কলকাতায় মনোজ মিশিগানের পরিচালনায় 'আমি জয় চ্যাটার্জি' নামে একটি ছবির কাজ শেষ করেছেন জয়া। এতে তার বিপরীতে আছেন আবির চট্টোপাধ্যায়। এ ছাড়া অরিন্দম শীলের পরিচালনায় ‘ঈগলের চোখ’ ছবিটিও মুক্তির অপেক্ষায় আছে তার। এতে জয়াকে দেখা যাবে শিবাঙ্গী চরিত্রে।

* ‘ভালোবাসার শহর’ ছবির মোশন পোস্টার : 

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, জুন ১০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।