ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

সুন্দরবন নিয়ে আনুশেহর গান

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, জুন ১০, ২০১৬
সুন্দরবন নিয়ে আনুশেহর গান আনুশেহ আনাদিল

নতুন দুটি গান গাইলেন সংগীতশিল্পী আনুশেহ আনাদিল। দুটোই প্রকাশিত হয়েছে সাউন্ডক্লাউডে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে গানগুলো শেয়ারও করেছেন তিনি। এর একটির শিরোনাম ‘আমরা বলি সর্বজন’, অন্যটির নাম ‘বলিউড হলিউড উই’।  

আনুশেহর নতুন দুটি গানই চলমান ইস্যু নিয়ে। ‘আমরা বলি সর্বজন’ গানের মাধ্যমে সুন্দরবন ধ্বংসের প্রতিবাদ জানানো হয়েছে। গানটিতে আনুশেহর সঙ্গে কাজ করেছেন সেথ পান্ডুরাঙা ব্লুমবার্গ (গিটার), নজরুল ইসলাম (ঢোল), মৈনাক বাম্পি নাগ চৌধুরী (বেজ)।  

‘দেহ মনে আঘাত তবু উঠে দাঁড়াই সুরে/গাছে গাছে প্রাণে প্রাণে লড়াই আসে ঘুরে/আমরা বলি সর্বজন/তোমরা বলো উন্নয়ন/আমরা বলি সুন্দরবন...বন মারো নদী মারো সাথে মারো মানুষ/ওড়ে তোমার সাথে সাথে উন্নয়নের ফানুস...’ কথার গানটি লিখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক আনু মুহাম্মদ। তিনি তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব।

এদিকে ‘বলিউড হলিউড উই’ গানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বিশ্বনেতাদের হঠকারিতার নিন্দা জানানো হয়েছে। এই গানে র‌্যাপ করেছেন ভারতীয় নির্মাতা কিউ। সহ-কণ্ঠ দিয়েছেন পালকি ও তৌফিস সুফি। সংগীতায়োজনে কাজ করেছেন পান্ডু (গিটার), নজরুল ইসলাম (ঢোল), বাম্পি (বেজ), রাতুল সরকার (কাহন), জেসি শারনাউ (ড্রামস), বোধিসত্ত্বা ঘোষ (গিটার)।  

* ‘আমরা বলি সর্বজন’ গানটি শুনতে ক্লিক করুন এখানে : 

* ‘বলিউড হলিউড উই’ গানটি শুনতে ক্লিক করুন এখানে : 

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, জুন ১০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।