ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

অভিনয়ে হৃদয় খানের হ্যাটট্রিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, জুন ১০, ২০১৬
অভিনয়ে হৃদয় খানের হ্যাটট্রিক ‘ক্ষরণ’ নাটকে সাবিলা নূর ও হৃদয় খান-ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তৃতীয়বারের মতো অভিনয়শিল্পী হিসেবে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান। তিনি শুটিং করছেন ঈদের একটি টেলিছবির।

নুসরাত ইমরোজ তিশা ও পূর্ণিমার পর হৃদয় এবার সহশিল্পী হিসেবে পেয়েছেন তারিন ও সাবিলা নূরকে।

গুলশানের একটি রেস্তেরাঁয় দৃশ্যধারণ চলছে ‘ক্ষরণ’ নামের টেলিছবির। শুক্রবার (১০ জুন) সাত সকালে দ্বিতীয় দিনের কাজ শুরু হয় গুলশানে। এদিন অংশ নেন হৃদয় খান ও সাবিলা নূর।  দৃকের ব্যানারে নির্মিত ‘ক্ষরণ’ চ্যানেল নাইনে প্রচার হবে রোজার ঈদে।

টেলিছবির পরিচালক পরিচালক তন্ময় তানসেন ও রিফাত অন্তী জানান, এর গল্প মূলত কর্পোরেট দুনিয়ার জীবনচিত্র ঘিরে। কর্পোরেট লেডি চরিত্রে অভিনয় করছেন তারিন। তার সঙ্গে এক সময় সম্পর্কে জড়িয় পড়েন আর্কিটেক্ট শাওন।

কিছুদিন আগে তিশার বিপরীতে ‘রুপকথা’ নাটকের মধ্য দিয়ে অভিনয় জগতে পা রেখেছেন হৃদয় খান। কাছাকাছি সময়ে পূর্ণিমার বিপরীতে অভিনয় করেন ‘ফিরে যাওয়া হলো না’ নাটকে। হৃদয়ের তিনটি নাটকই প্রচার হবে এবারের ঈদে।

এক ঈদের তিন নাটকে অভিনয় প্রসঙ্গে হৃদয় খান বলেন, ‘এটাই শেষ। এবার আর নয়। আসলে আমি সংগীতের মানুষ, গান নিয়েই থাকবো। তবে একের পর এক নাটকে অভিনয় বেশ উপভোগ করছি। ’   

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জুন ১০, ২০১৬
জেএম/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।