ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

চটে গেলেন জন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, জুন ১০, ২০১৬
চটে গেলেন জন জন অ্যাব্রাহাম

বলা যায়, ছয় মাস পরপরই  স্ত্রী প্রিয়া রানচালের সঙ্গে বলিউড অভিনেতা জন অ্যাব্রাহামের বিয়ে বিচ্ছেদের গুঞ্জন শোনা যায়।  যদিও প্রতিবারই এ খবর মিথ্যা বলে উড়িয়ে দেন জন।

 সম্প্রতি আবার গুঞ্জন ছড়িয়েছে তারা নাকি সংসারের ইতি টানতে যাচ্ছেন।

এবার অবশ্য রেগে আগুন হয়ে গেছেন জন। এ প্রসঙ্গে ৪৩ বছর বয়সী এই তারকা বলেন, ‘এক বিষয় নিয়ে বারবার কথা বলতে ভালো লাগে না। একই বিষয় নিয়ে আর কতোদিন সাফাই গাইতে থাকবো? প্রতিদিন কোনো না কোনো গুঞ্জন ছড়ায়। মানুষ যা বলতে চায় বলুক। একই জিনিসের পুনরাবৃত্তি করতে করতে ক্লান্ত হয়ে গেছি। ’ 

জন এখন ‘ঢিশুম’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত। এতে তার সহশিল্পী বরুণ ধাওয়ান, জ্যাকুলিন ফার্নান্দেজ ও অক্ষয় খান্না। আগামী ২৯ জুলাই মুক্তি পাবে রোহিত ধাওয়ান পরিচালিত ছবিটি।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুন ১০, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।