ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

সালমানের বাড়ির কাছে ঘর খুঁজছেন লুলিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, জুন ১০, ২০১৬
সালমানের বাড়ির কাছে ঘর খুঁজছেন লুলিয়া সালমান খান ও লুলিয়া ভানটুর

কিছুদিন আগে ‘সুলতান’ ছবির দৃশ্যধারণ করতে বুদাপেস্টে গিয়েছিলেন সালমান খান। এ সময় ইউরোপ ট্যুরে বেরিয়েছিলেন তিনি।

ইউরোপ ঘুরে দেখাতে বলিউডের এই সুপারস্টারকে সাহায্য করেছেন তার কথিক প্রেমিকা লুলিয়া ভানটুর। দৃশ্যধারণ শেষে গতকাল একসঙ্গে বাড়ি ফিরেছেন দু’জনে। ফেরার সময় মুম্বাই বিমানবন্দরে তাদের একসঙ্গে ক্যামেরাবন্দি করেছেন আলোকচিত্রীরা।

শোনা যাচ্ছে, মুম্বাইয়ে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন লুলিয়া। এ জন্য নতুন একটি বাড়ির খোঁজ করছেন তিনি আর সেটি যাতে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের আশেপাশে হয় এমনটাই চাইছেন রোমানিয়ান এই সুন্দরী। ভাড়া বাড়ি খুঁজছেন লুলিয়া তবে যদি বাজেটের মধ্যে হয় নিজের জন্য একটি ফ্ল্যাট ক্রয় করে ফেলবেন তিনি।

এ পযন্ত বেশ কয়েকবার খবরের শিরোনামে এসেছেন সালমান-লুরিয়া। এমনকি ৫০ বছর বয়সী এই অভিনেতা এ বছর শেষে লুলিয়াকে বিয়ে করবেন বলেও শোনা গেছে। সল্লুকে বিয়ে নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমার যখন ইচ্ছা হবে আমি তখন বিয়ে করবো। আপনাদের কাছে এটি বলার প্রয়োজন মনে করি না। আমি যখন বিয়ে করবো টুইটার অথবা ফেসবুকে জানিয়ে দিবো। ’

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, জুন ১০, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।