ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

বিরাট কোহলির মা-বাবার সঙ্গে দেখা করলেন আনুশকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জুন ১০, ২০১৬
বিরাট কোহলির মা-বাবার সঙ্গে দেখা করলেন আনুশকা বিরাট কোহলি ও আনুশকা শর্মা

সব মনোমালিন্য শেষ করে আবার এক হয়েছেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। কয়েক মাস আগে প্রেমের সম্পর্কের পাট চুকিয়ে দিয়েছিলেন তারা।

বিচ্ছেদ থেকে ফিরে খুব দারুণ সময় কাটাচ্ছেন এই জুটি।

আলি আব্বাস জাফর পরিচালিত ‘সুলতান’ ছবির দৃশ্যধারণের জন্য বুদাপেস্ট গিয়েছিলেন বলিউডের এই অভিনেত্রী। সেখানকার কাজ শেষ করে দিল্লিতে ফিরেছেন তিনি। এ সময় তার সঙ্গে আরও ছিলেন সালমান খান ও তার কথিত প্রেমিকা লুলিয়া ভানটুর।

শোনা যাচ্ছে, দিল্লিতে ফিরে বিরাটের বাবা-মায়ের সঙ্গেও না-কি দেখা করেছেন ২৮ বছর বয়সী এই অভিনেত্রী। এ ছাড়া ভারতীয় বেশকিছু গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চুপিসারি না-কি বিয়ের কাজ সেরে ফেলেছেন বিরুষ্কা জুটি। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তারা।    

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জুন ১০, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।