ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

‘দিস ইজ অ্যা থানা’ (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জুন ১০, ২০১৬
‘দিস ইজ অ্যা থানা’ (ভিডিও) নাটকের সেটে মুসাফির সৈয়দ ও কচি খন্দকার

প্রেমিক যুগল ঈশিকা খান ও অ্যালেন শুভ্রকে সন্দেহের বশে তুলে আনা হয়েছে থানায়। এ কাজটি করেছেন এসআই মুসাফির সৈয়দ।

ওসি কচি খন্দকার বিষয়টি বোঝার চেষ্টা করছেন। ভীত-সন্ত্রস্ত ঈশিকা থানায় হঠাৎ প্রেমিক অ্যালেনকে জরিয়ে ধরলো। অপ্রত্যাশিত এই দৃশ্য দেখে ওসি কচি চেচিয়ে উঠলেন, ‘…দিস ইজ অ্যা থানা। এটা মনে রাখতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। ’  

মজার এমন অনেক দৃশ্য দেখা যাবে ‘সেন্টিমেন্টাল’ নামে একটি নাটকে। পরিচালনা করছেন ইমরাউল রাফাত। ৯ জুন থেকে এর দৃশ্যধারণ শুরু হয়েছে উত্তরায়। বাকি অংশের কাজ হবে আগামী ২০ জুন।  

বাংলানিউজের সঙ্গে আলাপে শুক্রবার (১০ জুন) কচি খন্দকার বলেন, ‘নাটকটিতে আমি পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছি। আমার সঙ্গে দারোগার ভূমিকায় আছেন মুসাফির সৈয়দ। সততার কারণে আমাকে প্রায়ই প্রত্যন্ত এলাকায় বদলি করা হয়। দারুণ হাস্যরস খুঁজে পাওয়া যাবে এতে। ’

কচি আরও জানান, অভিনয় নয়, নাটক নির্মাণেই বেশি সাচ্ছন্দবোধ করেন তিনি। তার পরিচালনায় চ্যানেল আইতে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘আসিতেছে দুটি মন দুটি আশা’। এর ইতিবাচক সাড়াও পাচ্ছেন। ‘সিনেমা হল’ নামে নতুন ধারাবাহিকের শুটিংও এগিয়েছেন অনেকদূর।  

‘সেন্টিমেন্টাল’-এর পাশাপাশি ঈদের কয়েকটি নাটকে কাজ করছেন কচি। এক কথায় ঈদের আগ পর্যন্ত শুটিং নিয়েই ব্যস্ত থাকতে হবে তাকে। ঈদে কচি খন্দকারকে পাওয়া যাবে সাগর জাহান (অ্যাভারেজ আসলাম), সাজ্জাদ সুমন (কুফা), শরাফ আহমেদ জীবন, মাবরুর রশীদ বান্না, তানিম রহমান অংশু প্রমুখ নির্মাতার নাটকে।

* ‘সেন্টিমেন্টাল’ নাটকের শুটিংয়ের দৃশ্য: 

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জুন ১০, ২০১৬ 
এসও

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।