ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

তিন খানকে নিয়ে বিদ্যার আফসোস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, জুন ১০, ২০১৬
তিন খানকে নিয়ে বিদ্যার আফসোস

বলিউড অভিনেত্রী বিদ্যা বালান মনে করে নিজের চাওয়া থেকে অনেক বেশি পেয়ে গেছেন তিনি। ২০০৫ সালে ‘পরিণীতা’ ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখেন তিনি।

এরপর একের পর এক ব্যবসায় সফল ছবি উপহার দিয়ে গেছেন দর্শকদের। এর মধ্যে উল্লেখযোগ্য ‘দ্য ডার্টি পিকচার’, ‘পা’, ‘কাহানি’, ‘ইশকিয়া’ ও ‘নো ওয়ান কিল জেসিকা’।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলিউডের এই অভিনেত্রী বলেন, ‘জীবনের একটা সময় ছিলো যখন শুধু চাইতাম আমার একটি ছবি মুক্তি পাক। একটি ছবি মুক্তি পেলেই আমি খুশি হয়ে যেতাম। কিন্তু এখন বিশ্বাস করতে পারি না আমার ক্যারিয়ারের ১১টি বছর পার করে ফেলেছি। এমনকি যাদের সঙ্গে অভিনয়ের স্বপ্ন দেখতাম তাদের সকলের সঙ্গে অভিনয় করেছি। ’

৩৮ বছর বয়সী এই অভিনেত্রী আরও বলেন, একজন অভিনেত্রী হিসেবে আমি অনেক সুযোগ-সুবিধা পেয়েছি। সেই সঙ্গে সকলের মর্যাদাও। এ কারণে নিজেকে খুব গর্বিত মনে হয়।

১১ বছরের ক্যারিয়ারে অক্ষয় কুমার, ইমরান হাশমি, সঞ্জয় দত্ত ও সাইফ আলি খানের মতো অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন বিদ্যা। কিন্তু এখনও পর্যন্ত বলিউডের তিন খান আমির খান, শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে অভিনয় করার সুযোগ পাননি তিনি। তবে ২০০৭ সালে ‘হে বেবি’ ছবিতে কিং খানকে কিছু সময়ের জন্য পেয়েছিলেন।

তিন খানের সঙ্গে অভিনয় কর‍ার ইচ্ছা আছে কিনা? এমন প্রশ্নের জবাবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী বলেন, ‘আমি সত্যিই জানি না। এসব নিয়ে ভাবি না কারণ এখনও পর্যন্ত আমি যে ধরণের ছবিতে কাজ করেছি তা নিয়ে আমি খুশি। কি করেছি এবং কি করবো তা নিয়ে আমি কখনও চিন্তা করি না। ’

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুন ১০, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।