ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

'দিল্লি টু ঢাকা'য় নাজু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, জুন ১০, ২০১৬
'দিল্লি টু ঢাকা'য় নাজু

ঈদ উপলক্ষে নতুন গানের ভিডিও নিয়ে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী নাজু আখন্দ। এর শিরোনাম ‘দিল্লি টু ঢাকা’।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ৩০০ ফুট সড়কে চিত্রায়িত ভিডিওটির নির্দেশনা দিয়েছেন সিনে আর্টের শুভব্রত সরকার।

‘দিল্লি টু ঢাকা’ শিরোনামের গানটি লিখেছেন শাহান কবন্ধ। মীর মাসুমের সুরে গানটির সংগীতায়োজন করেছেন ডিজে রাহাত। নাজু বলেন, 'এটি ভিন্ন রকম একটি গান। হাইবিটের গানটি মঞ্চ পরিবেশনার উপযোগী করে সাজানো হয়েছে। আমার তিনটি এককের পর এ কাজটি আসছে। সবাই পছন্দ করলে ভালো লাগবে। '

২০০২ সালে প্রকাশিত হয় নাজুর প্রথম অ্যালবাম ‘কাঁচা হলুদের রং’। এর সাত বছর পর এসেছে তার দ্বিতীয় অ্যালবাম ‘স্বপ্নকন্যা’। এর ‘হাত বাড়ালে যায় না ছোয়া’ গানটির জন্য ২০১০ সালে সেরা গায়িকা (পপুলার চয়েজ) বিভাগে সিটিসেল-চ্যানেল আই অ্যাওয়ার্ড পান তিনি। তিন বছর আগে বাজারে আসে তৃতীয় একক ‘একটু জায়গা দে’। চলচ্চিত্রের জন্যও গেয়েছেন নাজু।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুন ১০, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।