ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

আইটেম গানে জুহি চাওলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, জুন ১০, ২০১৬
আইটেম গানে জুহি চাওলা জুহি চাওলা

আইটেম গানে অভিনয় থেকে বরাবরই দূরে থেকেছেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা। নিজের ক্যারিয়ারের সোনালি সময়েও ওই পথে পা বাড়াননি তিনি।

তাই তিন দশকের ক্যারিয়ারে কোনো আইটেম গানে দেখা যায়নি তাকে।

চমকপ্রদ খবর হলো, ‘পুষ্পক ভিমানা’ নামের একটি কান্নাড়া ছবির আইটেম গানে নেচেছেন জুহি। এটাই ৪৮ বছর বয়সী এই অভিনেত্রীর প্রথম আইটেম গান।

এ প্রসঙ্গে ‘কায়ামত সে কায়ামত তক’ তারকা বলেন, ‘আমি আইটেম গানে অভিনয় করবো? প্রস্তাবটি পাওয়ার পর আমার মুখ থেকে একথাই বেরিয়ে এসেছিলো। কিন্তু আমাকে দিয়ে তারা কি করাতে চান বোঝার পর রাজি হলাম। '

জানা গেছে, ছবিটি আশি-নব্বই দশকের প্রেক্ষাপটে নির্মিত। গল্পে কারাগারে একটি অনুষ্ঠান উদযাপনের অংশ হিসেবে একজন হিন্দি চলচ্চিত্র তারকার অনুষ্ঠান দেখে সবাই। এতে চিত্রনায়িকা হিসেবেই অভিনয় করেছেন জুহি।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুন ১০, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।