ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

রক্ষণশীল পিতা আমির!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, জুন ১০, ২০১৬
রক্ষণশীল পিতা আমির! বাবা আমির খানের সঙ্গে ইরা

সন্তানদের নিয়ে সবসময় চিন্তিত থাকেন আমির খান। আবারও এর প্রমাণ দিলেন তিনি।

ইউরোপ ট্যুরে যাওয়ার জন্য বাবার কাছে অনুমতি চাইতে গিয়ে আমিরকন্যা ইরা তেমনটিই হয়তো ভাবছেন! একটি শর্তে ইউরোপ ট্যুরে যেতে দেওয়া হবে বলে জানিয়েছেন আমির। শর্তটি কী?

এ বিষয়ে বলিউডের জনপ্রিয় অভিনেতা আমিরের ঘনিষ্ঠসূত্র বলেন, ‘ইরা মিস্টার পারফেকশনিস্টের একমাত্র কন্যাসন্তান। সঙ্গত কারণে তাকে নিয়ে একটু বেশিই চিন্তিত থাকেন আমির। ইরা যখন বলেছেন তিনি বন্ধুদের সঙ্গে ইউরোপ যেতে চান, ঠিক সেই মুহূর্তেই ৫১ বছর বয়সী এই অভিনেতা রাজি হয়ে গিয়েছেন। তবে শর্ত একটাই চার ঘণ্টা পর পর তার বাবাকে (আমির খান) ফোন দিয়ে জানাতে হবে তিনি ঠিক আছেন। ’

তিনি আরও বলেন, ‘আমির খান কখনও তার সন্তানদের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেন না। অন্য বাবাদের মতো তিনিও তার বাচ্চাদের প্রতি রক্ষণশীল। আমির তার প্রত্যেক সন্তানেরর সঙ্গে ঘনিষ্ঠ। ইরার সঙ্গে একটু বেশিই। ’  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুন ১০, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।