ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

আতিকের ‘পেয়ারা’ জয়া!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩২ ঘণ্টা, জুন ১১, ২০১৬
আতিকের ‘পেয়ারা’ জয়া! জয়া আহসান ও নূরুল আলম আতিক

যেইনা মেয়ের চেহারা, নাম রাখছে পেয়ারা! অহঙ্কারী মেয়েদের টিপ্পনী কাটতে প্রায়ই একথা বেরিয়ে আসে অনেকের মুখ থেকে। কিন্তু জয়া আহসানকে দেখলে কি কথাটা বলা যাবে? তার যে সৌন্দর্য তাতে তার নাম পেয়ারা রাখলে কারইবা যুতসই মনে হবে না!

নূরুল আলম আতিক তাই পেয়ারা চরিত্রের জন্য নির্বাচন করেছেন জয়াকে।

‘পেয়ারার সুবাস’ নামের একটি ছবির জন্য আবার হাত মিলিয়েছেন তারা।

শুক্রবার (১০ জুন) থেকে সিরাজগঞ্জের মোক্তারপাড়ায় এর দৃশ্যায়ন শুরু হয়েছে। এদিনই সেখানে পৌঁছেছেন জয়া। তিনি দুপুর সাড়ে ১২টায় বাংলানিউজকে বলেন, ‘আমার কাজ এখনও শুরু হয়নি। হলেই শুটিংয়ের ছবি শেয়ার করবো। ’

‘পেয়ারার সুবাস’ ছবির গল্প জানানো না হলেও পেয়ারা রূপী জয়ার সৌন্দর্যে যে সবাইকে কুপোকাত দেখানো হবে তা আন্দাজ করা যাচ্ছে আপাতত। ছবিটিতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, উপমা প্রমুখ। প্রযোজনায় আলফা আই প্রোডাকশন্স।

নূরুল আলম আতিক সম্প্রতি ‘লাল মোরগের ঝুটি’ নামের আরেকটি ছবির বেশকিছু অংশের কাজ করেছেন। এতেও অভিনয় করেছেন জয়া আহসান। এখানে তার চরিত্রের নাম পদ্ম। এ ছাড়াও আছেন লায়লা হাসান, মামুনুর রশীদ, জয়রাজ, জ্যোতিকা জ্যোতি, দোয়েল প্রমুখ।

নূরুল আলম আতিক পরিচালিত ‘ডুবসাঁতার’ ছবিতেও অভিনয় করেছিলেন জয়া। ছোট পর্দায়ও এই পরিচালক-অভিনেত্রী জুটির বেশকিছু প্রশংসনীয় কাজ উপভোগ করেছেন দর্শকরা।

বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, জুন ১১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।