ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

বান্দরবানে হঠাৎ অসুস্থ নুসরাত ফারিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, জুন ১১, ২০১৬
বান্দরবানে হঠাৎ অসুস্থ নুসরাত ফারিয়া নুসরাত ফারিয়া-ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বান্দরবান থেকে তাকে দ্রুত ঢাকায় নিয়ে আসা হয়েছে।

তার অসুস্থতার কারণে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘প্রেমি ও প্রেমি’ ছবির কাজ স্থগিত করা হয়েছে বলে জানান পরিচালক জাকির হোসেন রাজু।  

কয়েকদিন আগে বান্দরবানে আরিফিন শুভ ও নুসরাত ফারিয়াকে নিয়ে ‘প্রেমি ও প্রেমি’ ছবির দৃশ্যায়ন শুরু হয়। সুন্দরভাবেই সব চলছিলো। কিন্তু দ্বিতীয় দিনের কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন ফারিয়া। বান্দরবানের স্থানীয় চিকিৎসকের পরামর্শে বিশ্রাম নিয়ে আবার শুরু করেন কাজ। কিন্তু কিছুতেই কর্মশক্তি পাচ্ছিলেন না তিনি।  

চিকিৎসক জানান, ফারিয়ার সপ্তাহখানেকের বিশ্রাম দরকার। এ কারণে ১০ জুন রাতের একটি উড়োজাহাজে করে ঢাকায় পাঠানো হয় তাকে। একই সঙ্গে ‘প্রেমি ও প্রেমি’র ইউনিটও ফিরেছে ঢাকায়।

এদিকে ফারিয়া এখন ঢাকার বাসায় বিশ্রাম নিচ্ছেন। বাংলানিউজের সঙ্গে আলাপে শনিবার (১১ জুন) দুপুরে জনপ্রিয় এই নায়িকা বলেন, ‘চিকিৎসক প্রযোজনীয় ওষুধপত্র দিয়েছেন। তার পরামর্শে এক সপ্তাহের জন্য বেড রেস্টে আছি। আশা করি দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরবো। ভক্তদের দোয়া চাই। ’

পরিচালক জাকির হোসেন রাজুর মতে, একই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘বাদশা দ্য ডন’ ছবির কাজে লন্ডন থেকে ভারতে দৌড়াদৌড়ি করতে হয়েছে ফারিয়াকে। ঢাকায় ফিরে বিশ্রাম না নিয়েই তিনি সরাসরি যোগ দিয়েছিলেন ‘প্রেমি ও প্রেমি’র কাজে।  

সব মিলিয়ে আগে থেকেই ফারিয়ার মধ্যে ক্লান্তি ভর করেছিলো। কমে এসেছিলো তার রক্তচাপও। নুসরাত ফারিয়া সুস্থ হলে ছবিটির কাজ আবার শুরু হবে বলে জানা গেছে।

এদিকে এবারের ঈদে মুক্তি পাবে নুসরাত ফারিয়া অভিনীত ‘বাদশা দ্য ডন’। এতে জিতের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এর আগে ‘আশিকি’ ও ‘হিরো ৪২০’ ছবি দুটির মাধ্যমে রূপালি পর্দায় আসেন আলোচিত এই অভিনেত্রী।  

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, জুন ১১, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।