ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

তিন বিজ্ঞাপনে একসঙ্গে তাহসান ও মিম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, জুন ১১, ২০১৬
তিন বিজ্ঞাপনে একসঙ্গে তাহসান ও মিম তাহসান ও মিম-ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মোবাইল অপারেটর গ্রামীণফোনের থ্রিজি বা তৃতীয় প্রজন্মের নেটওয়ার্ক নিয়ে তৈরি হলো নতুন তিনটি বিজ্ঞাপনচিত্র। এগুলোতে মডেল হলেন সংগীতশিল্পী-অভিনেতা তাহসান ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

তাদেরকে দেখা যাবে দম্পতির ভূমিকায়।  

গল্পে সফল সংগীতশিল্পী তাহসান বিয়ে করেন পেশাদার আলোকচিত্রী মিমকে। কাজের তাগিদে মিমকে একাই বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে ছুটতে হয়। কিন্তু গ্রামীণফোনের শক্তিশালী থ্রিজি নেটওয়ার্কের সুবাদে স্বামীর তার যোগাযোগে দূরত্ব কোনো বাধা হতে পারে না। শিগগিরই টিভি চ্যানেলগুলোতে গ্রামীণফোনের তিনটি বিজ্ঞাপনচিত্র দেখতে পারবেন দর্শকরা।  

তাহসান গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও। তিনি জানান, বিজ্ঞাপনগুলোতে দেখানো হয়েছে পছন্দের মানুষ যতো দূরেই যাক না, সম্পর্কের দূরত্ব বাড়বে না কখনওই। গ্রামীণফোন শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চলের মানুষকে একে অপরের সঙ্গে সংযুক্ত করে রেখেছে।  

এদিকে এবারের ঈদ উপলক্ষে ‘সেই মেয়েটি’ নামের একটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তাহসান ও মিম। এটি লিখেছেন ও পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান।  

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, জুন ১১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।