ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

পাঠক সমাবেশে রিয়াজ ও মৌ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, জুন ১১, ২০১৬
পাঠক সমাবেশে রিয়াজ ও মৌ ‘মন খারাপের দৃশ্যাবলী’ নাটকে মৌ ও রিয়াজ

ঢাকার শাহবাগস্থ আজিজ সুপার মার্কেটের নিচতলার পাঠক সমাবেশ বইপ্রেমীদের কাছে পরিচিত। এখান থেকে বই কেনেন অনেকেই।

সাধারণ মানুষের মতো তারকাদেরও দেখা যায় দোকানটিতে।  

সেদিন রিয়াজ ও সাদিয়া ইসলাম মৌ গেলেন পাঠক সমাবেশে। তবে বই কিনতে নয়, একটি নাটকের কাজে। নাম ‘মন খারাপের দৃশ্যাবলী’। লিখেছেন ও পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। তিনি জানান, গল্পে বইয়ের দোকানের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই দোকানেই বিশ্ববিদ্যালয়ের সহপাঠী জুঁইয়ের সঙ্গে আবার দেখা হয়ে যায় রানার।  

পাঁচ মাস আগে বিয়ে হওয়া স্ত্রী পৃথা উচ্চশিক্ষার জন্য বিদেশ চলে যাওয়ায় একাকী হয়ে পড়ে রানা। জুঁইয়ের সঙ্গে অনেকটা সময় কাটায় সে। পৃথার কাছে রানা কিছুই লুকোয়নি। কিন্তু জুঁইয়ের কথা জেনে পৃথা রেগে যায়। রানাকে চাকরি ছেড়ে বিদেশে চলে যেতে বলে সে। জুঁইয়ের কাছে রানা জানতে চায় যাওয়া উচিত হবে কি-না। জুঁই কি বললো? রানা শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নিলো? 

এসব প্রশ্নের উত্তর মিলবে রোজার ঈদে আরটিভিতে নাটকটি প্রচার হলে। রানার ভূমিকায় রিয়াজ আর জুঁই চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। এ ছাড়া পৃথা হিসেবে আছেন নিশা।

নাটকটি প্রসঙ্গে রিয়াজ বাংলানিউজকে বললেন, ‘দেশের প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার এমদাদ হকের লেখা গল্পে নির্মিত ‘এবং তারপর’ নাটকের পর মৌয়ের সঙ্গে এটি আমার তৃতীয় কাজ। নাটকের কাহিনীটা বেশ ভালো। ’

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, জুন ১১, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।