ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ঈদে বাপ্পা-ইমরানের ‘আধেক তুমি’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জুন ১১, ২০১৬
ঈদে বাপ্পা-ইমরানের ‘আধেক তুমি’ বাপ্পা মজুমদার ও ইমরান-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুই প্রজন্মের জনপ্রিয় দুই সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও ইমরান। বহুমাত্রিক গানে তারা শ্রোতাদের হৃদয় কেড়েছেন।

এই দুই তারকা এবার আসছেন একই মোড়কে। বাপ্পা ও ইমরানের দ্বৈত অ্যালবাম ‘আধেক তুমি’ প্রকাশ হবে ঈদ উপলক্ষে।

বাংলানিউজের সঙ্গে আলাপে শনিবার (১১ জুন) ইমরান জানান, প্রিয় শিল্পী বাপ্পা মজুমদারের সঙ্গে একই অ্যালবামে গাইতে পেরে তার ভালো লাগছে। ‘আধেক তুমি’ নিয়ে অাশাবাদী তিনি।

অ্যালবামটিতে গান থাকছে ছয়টি। এর মধ্যে ইমরানের তিনটি গানের সুর করেছেন নাজির মাহমুদ। এগুলোর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। অন্যদিকে বাপ্পার তিনটি গানের সুরকার ও সংগীত পরিচালক সুমন কল্যাণ। গানগুলো লিখেছেন সোমেশ্বর অলি, সোহেল অটল, মহসীন মেহেদী ও শরীফ।

‘আধেক তুমি’ বাজারে আনছে সিএমভি। প্রতিষ্ঠানটির কর্ণধার এসকে শাহেদ আলী পাপ্পু জানান, এবারের ঈদে তারা প্রথম সারির বেশ ক'জন শিল্পীর অ্যালবাম আনছেন। এর মধ্যে ‘আধেক তুমি’ অন্যতম।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জুন ১১, ২০১৬

জেএইচ/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।