ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

অরিজিৎ সিংয়ের গানও বাতিল হয়!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জুন ১১, ২০১৬
অরিজিৎ সিংয়ের গানও বাতিল হয়! সালমান খান ও অরিজিৎ সিং

কয়েক সপ্তাহ আগে ভারতীয় গায়ক অরিজিৎ সিং তার ফেসবুক ওয়ালে বলিউড সুপারস্টার সালমান খানকে উদ্দেশ্য করে ক্ষমা চেয়ে একটি মেসেজ লিখেছেন। তার এই বার্তা সবাইকে হতবাক করেছে।

অরিজিৎ জানিয়েছেন, সালমানকে নিয়ে সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রসিকতা করায় পরে তিনি প্রতিক্রিয়া জানান। তাই তাদের মধ্যে ঝগড়া হয়। এ কারণেই সল্লুর নতুন ছবি 'সুলতান' থেকে অরিজিতের গাওয়া 'জাগ ঘুমেয়া' বাদ দিয়ে একই গান রাহাত ফতেহ আলি খানকে দিয়ে গাওয়ানো হয়েছে। শুধু তা-ই নয়, সালমান তার সব ছবি থেকে অরিজিতের গান নিষিদ্ধ করেছেন বলে শোনা যাচ্ছে।

যদিও একজন অভিনেত্রী মন্তব্য করেছেন, এ গান বাদ দেওয়ার পেছনে সালমানের হাত নেই। বরং এটা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে নেওয়া সৃজনশীল সিদ্ধান্ত। তাছাড়া কারও ক্যারিয়ার নিয়ে রাজনীতি করার মতো হীনমন্য নন সল্লু। তিনি যে এতে সম্পৃক্ত নন তা জানাতে সালমান চাইলে যশরাজ ফিল্মসকে দিয়ে বিবৃতি দেওয়াতে পারেন। কিন্তু এ ধরনের কাজ করতে বলার মতো মানুষ তিনি নন। '

জানা গেছে, বাদ দেওয়া হবে জানতে পেরে অরিজিত তার গাওয়া গানটি রাখার জন্য অনুরোধ জানিয়েছিলেন প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসকে। কিন্তু সালমানের কথার বাইরে যাননি প্রযোজক আদিত্য চোপড়া। তাকে সালমানের সঙ্গে সম্পর্ক জোড়া লাগিয়ে দেওয়ার অনুরোধও করেছিলেন অরিজিৎ। কিন্তু এ নিয়ে মাথা ঘামাচ্ছেন না আদিত্য। কারণ এ বিষয়ে হস্তক্ষেপ করলে পাছে না সালমানের সঙ্গে তার বন্ধুত্ব নষ্ট হয়ে যায়!

গত ৬ জুন ইউটিউবে প্রকাশিত হয়েছে ‘জাগ ঘুমেয়া’র ভিডিও। এটাকে সালমানের ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর গানগুলোর মধ্যে অন্যতম বলা হচ্ছে।

* 'জাগ ঘুমেয়া' গানের ভিডিও :

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুন ১১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।