ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

‘ইন্টারন্যাশনাল মামা’ সাজু খাদেম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, জুন ১১, ২০১৬
‘ইন্টারন্যাশনাল মামা’ সাজু খাদেম সাজু খাদেম- ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাধারণ একজন তরুন আবু বকর সিদ্দিক (সাজু খাদেম)। গরীব-দুঃখী মানুষকে সাহায্য করেই তার আনন্দ।

কিন্তু তার পরিবার-পরিজন বা প্রেমিকা এসব পছন্দ করে না। তারা সিদ্দিককে ‘স্মার্ট’ হতে বলে। বাধ্য হয়ে সিদ্দিক একসময় নিজেকে আধুনিক মানুষে পরিনত করে। সেটা কেমন?

আবু বকর সিদ্দিক ওরফে এবিসি সময়ের সঙ্গে তাল মিলিয়ে এতোটাই অত্যাধুনিক হয়ে ওঠে যে, ‘ইন্টারন্যাশনাল মামা’ খেতাব জুটে যায় তার। সবাই তাকে এই সম্বোধনেই ডাকে।

ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে এমনই একটি হাস্যরসাত্মক নাটক। নাম ‘ইন্টারন্যাশনাল মামা’। এটি লিখেছেন মেহরাব জাহিদ, পরিচালনা করেছেন জাহিদ হাসান সুমন।

নাটক প্রসঙ্গে সাজু খাদেম বাংলানিউজকে বলেন,  ‘এই নাটকে আমার চরিত্রটিকে দুইভাবে উপস্থাপন করা হয়েছে। একটি চরিত্র খুবই সাধারণ, যে নিজে না খেয়ে রাস্তার অসহায় মানুষগুলোকে খাওয়াতে পছন্দ করে। অন্য চরিত্রটি আধুনিকতার ছোঁয়ায় রূপ পাল্টে ফেলে। গল্পটিতে মজা আছে, আবেগও আছে। শেষে আছে চমকও। ’

‘আন্তর্জাতিক মামা’ নাটকে সাজু খাদেমের সহশিল্পী হিসেবে আছেন মোনালিসা, আনোয়ারা, ঝুনা চৌধুরীসহ এক ভিনদেশি নারী শিল্পী।  

জনপ্রিয় অভিনেতা সাজু জানান, সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে রাজধানী উত্তরার বিভিন্ন স্থানে। এবারের ঈদে নাটকটি দেশ টিভিতে প্রচার হবে।

সাজু খাদেম ব্যস্ত আছেন ঈদের আরও কিছু নাটক নিয়ে। এর মধ্যে আছে ‘এভারেজ আসলাম’, ‘আমি তুমি তুমি আমি’, ‘ভাষাতত্ত্ব’, ‘হিরো ভাই’, ‘আর জে মোখলেছ’, ‘সাবধান’ প্রভৃতি।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জুন ১১, ২০১৬
জেএম/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।