ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

সন্ধ্যায় সানজিদা তন্ময়ের কাবিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, জুন ১১, ২০১৬
সন্ধ্যায় সানজিদা তন্ময়ের কাবিন সানজিদা তন্ময়- ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘আমার মনে হয় একটু দেরিই করে ফেললাম! বিয়েটা আরও আগেই করা উচিত ছিলো’- রসিকতার সুরে বললেন অভিনেত্রী সানজিদা তন্ময়। শনিবার (১১ জুন) সন্ধ্যায় বিয়ের পিঁড়িতে বসছেন তিনি।

 

সানজিদা তন্ময়ের হবু বর কাজী এরশাদুর রশিদ। তার ডাকনাম বনি। বেশ আগে থেকে দু'জনের পরিচয়। বিয়ে হচ্ছে পারিবারিকভাবে। বিয়ের এই আয়োজন শেষ হলেই বনি উড়াল দেবেন ইংল্যান্ডে আর তন্ময় ফিরবেন শুটিংয়ে।  

এদিকে বিয়ের পর মিডিয়ায় কাজ করা প্রসঙ্গে তন্ময় বলেন, ‘বিয়ের কারণে কাজে অসুবিধা হবে না। ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি আমি একজন ভালো স্ত্রীও হতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন। ’

নতুন বছরের শুরুতে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে। ‘বাপজানের বায়োস্কোপ’ ছবির এই অভিনেত্রী জানান, বনি ওয়ার্ল্ড ভিশন ইন্টারন্যাশলের একজন পরিচালক। চাকরির কারণে তাকে অধিকাংশ সময় দেশের বাইরে থাকতে হয়। ১৩ জুন তিনি চলে যাবেন ইংল্যান্ডে। ফিরবেন কয়েক মাস পর।  

'ভিট-চ্যানেল আই টপ মডেল' প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পান সানজিদা তন্ময়। নাটকের পাশাপাশি তিনি অভিনয় করেছেন চলচ্চিত্রে। রিয়াজুল রিজুর পরিচালনায় ‘বাপজানের বায়েস্কাপ’ মুক্তি পেয়েছে। সামনে আসবে সাইফ চন্দনের 'টার্গেট'। এ ছাড়া হাতে আছে এম. জসীম উদ্দিনের 'দ্য আমেরিকান ড্রিম', বন্ধন বিশ্বাসের 'শুন্য' ও মুন্তাহিদুল লিটনের শিশুতোষ ছবি 'দ্য লাস্ট কিস'।  

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জুন ১১, ২০১৬
এসও/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।