ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ঈদে টিভিতে ‘ছুঁয়ে দিলে মন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, জুন ১২, ২০১৬
ঈদে টিভিতে ‘ছুঁয়ে দিলে মন’

আরিফিন শুভ ও জাকিয়া বারী মম জুটির ভক্তদের জন্য খুশির খবর। গত বছর মুক্তি পাওয়া তাদের আলোচিত ও প্রশংসিত প্রেমের ছবি ‘ছুঁয়ে দিলে মন’ এবার দেখা যাবে ছোট পর্দায়।

চ্যানেল আইতে ঈদের পরদিন সকাল সাড়ে ১০টায় প্রচার হবে ছবিটি। এর কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শিহাব শাহিন। এতে শুভ-মম ছাড়াও আছেন মিশা সওদাগর, নওশাবা, ইরেশ যাকের, সুষমা সরকার প্রমুখ।

জানা গেছে, ‘ছুঁয়ে দিলে মন’সহ এবারের রোজার ঈদে ছয়টি নতুন চলচ্চিত্র দেখাবে চ্যানেল আই। এর মধ্যে ঈদের দিন দুপুর ২টা ৩০ মিনিটে পল্লীকবি জসিমউদ্দিনের ‘আয়না’ গল্প অবলম্বনে সুমন ধর পরিচালিত ‘দর্পণ বিসর্জন’ (অপর্ণা ঘোষ, আজাদ, মাজনুন মিজান, দিহান)।

এ ছাড়া ঈদের তৃতীয় দিন কামাল মোহাম্মদ কিবরিয়া ‘ব্ল্যাক’ (সোহম, বিদ্যা সিনহা মীম, অমিত হাসান), চতুর্থ দিন রব লিটারম্যান পরিচালিত হলিউডের ‘গালিভার ট্রাভেলস’, পঞ্চম দিন নাদের চৌধুরী পরিচালিত ‘লালচর’ (আনিসুর রহমান মিলন, মোহনা মিম) এবং ষষ্ঠ দিন থাকছে মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘মন জানেনা মনের ঠিকানা’ (রাজ্জাক, মৌসুমী, ইরফান সাজ্জাদ, পরীমনি, শিরিন শীলা)। এ ছবিগুলো দেখানো হবে প্রতিদিন সকাল সাড়ে ১০টায়।

বাংলাদেশ সময় : ০১২০ ঘণ্টা, জুন ১২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।