ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

লোপেজ-রোনালদোর সঙ্গে প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, জুন ১২, ২০১৬
লোপেজ-রোনালদোর সঙ্গে প্রিয়াঙ্কা জেনিফার লোপেজ, ক্রিস্টিয়ানো রোনালদো ও প্রিয়াঙ্কা চোপড়া

আন্তর্জাতিক অঙ্গনে আরেকটি কাজ দিয়ে চমকে দিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ৩৩ বছর বয়সী এই তারকাকে এবার দেখা গেলো জেনিফার লোপেজ ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো বিখ্যাতদের সঙ্গে একই ভিডিওতে।

‘ডোন্ট ইউ নিড সামবডি’ শিরোনামের গানটি গেয়েছেন এনরিক ইগলেসিয়াস।

গানটির শুরুর অংশ গেয়েছেন ‘হিরো’খ্যাত আর সিটি, সেরাইয়া ও শ্যাগি। এই গানে ঠোঁট মিলিয়েছেন প্রিয়াঙ্কা। এতে বিভিন্ন অঙ্গনের মোট ৪৪ জন তারকা আছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য র‌্যাপার অ্যাকন, হলিউড অভিনেতা জ্যঁ-ক্লদ ভ্যান ডেম, অভিনেত্রী মিলা জোভোভিচ, মার্কিন উপস্থাপক রায়ান সিক্রেস্ট, জার্মান ফুটবলার মেসুত ওজিল, টেনিস তারকা রাফায়েল নাদাল প্রমুখ। প্রত্যেকেই ছোট ছোট ক্লিপে হাজির হয়েছেন।

মূলত মরোক্কান-সুইডিশ শিল্পী নাদির খায়াতের প্রথম অ্যালবামের অংশ হিসেবে তৈরি হয়েছে এই গান। এতে কাজ করেছেন মরোক্কান-সুইডিশ সংগীত প্রযোজক রেড ওয়ান। ইউটিউবে গত ১০ জুন প্রকাশিত হয়েছে ভিডিওটি।

আন্তর্জাতিক অঙ্গনে প্রিয়াঙ্কার পথচলা শুরু হয় তারই গাওয়া ইংরেজি গান ‘ইন মাই সিটি’র মাধ্যমে। এরপর আরও দুটি গান বের করেছেন তিনি। মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে কাজের সুবাদে হলিউডের দরজাও খুলেছে তার সামনে। হেঁটেছেন অস্কার মঞ্চে। এখন ডোয়াইন জনসনের সঙ্গে ‘বেওয়াচ’ ছবির কাজ করছেন তিনি। তার পারপল পিবল্ড পিকচার্স প্রযোজনা করছে ভোজপুরি ছবি ‘বাম বাম বোল রাহা হ্যায় কাশি’।

* ‘ডোন্ট ইউ নিড সামবডি’ গানের ভিডিও :

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, জুন ১২, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।